Rwitobroto-Priyanka: স্ট্রাগলিং অভিনেতার জুতোয় পা গলাবেন ঋতব্রত, সঙ্গী প্রিয়াঙ্কা, আসছে ‘সব চরিত্ররা’

Last Updated:

Rwitobroto-Priyanka: ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। তিনি একটি টম বয়ের চরিত্রে অভিনয় করছেন এই শর্টফিল্মে।

ঋতব্রত-প্রিয়াঙ্কা
ঋতব্রত-প্রিয়াঙ্কা
কলকাতা: স্ট্রাগলিং অভিনেতার ঘটনাবহুল জীবনের গল্প বলবে ‘সব চরিত্ররা’। কুশল (ঋতব্রত মুখোপাধ্যায়) একজন অভিনেতা। সে নিজে জানে, সে তাঁর শিল্পের প্রতি যত্নবান, অত্যন্ত দক্ষ। কিন্তু সঠিক সুযোগ না পাওয়ায় আক্ষেপ কাজ করে। একদিন রাতে হুট করে তাঁর বাড়িতে আগমন হয় এক ব্যক্তির (দেবরাজ ভট্টাচার্য)। ব্যক্তি নিজের পরিচয় দেয়। কিন্তু কুশলের সন্দেহ থাকে এই আগন্তুকের পরিচয় নিয়ে। আগন্তুককে কেন্দ্র করেই গড়ে উঠবে গল্প। পরিচয় ও দ্বন্দ্বের মাঝেই এক সাসপেন্স ও টুইস্ট কাজ করবে।
ঋতব্রত মুখোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। তিনি একটি টম বয়ের চরিত্রে অভিনয় করছেন এই শর্টফিল্মে। গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা ও আগন্তুকের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানেও গল্পের শেষে টুইস্ট। ছবিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবপ্রসাদ হালদার, রানা বসু ঠাকুর।
advertisement
advertisement
পরিচালক দীপের তৃতীয় ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ওয়েব সিরিজ ‘নেক্রো’। তারই মাঝে এই শর্টফিল্মের কাজ শুরু করতে চলেছেন তিনি। পরিচালক দীপ বলেন, ‘‘এর আগে প্রিয়াঙ্কা, দেবপ্রসাদদার সঙ্গে কাজ হয়েছে। ঋতব্রত ও দেবরাজদা খুব ভাল অভিনেতা। এই গল্পে ঋতব্রত ও দেবরাজদাকে দর্শক পুরোপুরি অন্যভাবে দেখতে পাবে।
advertisement
অন্যদিকে দেবপ্রসাদদার লুকে থাকছে অনেক চমক। একটা টানটান গল্প। যে গল্প বলবে এই গল্পের সব চরিত্র। আশা করছি দর্শকের ভাল লাগবে। ছোটো ছবির কোনও ব্যবসা নেই, ছোটো ছবি আর প্রায় হচ্ছে না বললেই চলে। কিন্তু আমরা খুব আশাবাদী এই ছবিটা ভাল লাগবে সবার।’’ ছবিটি মুক্তি পাবে ‘নাইট মাউন্ট এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rwitobroto-Priyanka: স্ট্রাগলিং অভিনেতার জুতোয় পা গলাবেন ঋতব্রত, সঙ্গী প্রিয়াঙ্কা, আসছে ‘সব চরিত্ররা’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement