Rupankar Bagchi : কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Rupankar Bagchi : কেকে-র প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রূপঙ্করের! প্রয়াত গায়কেরই গান গেয়ে আবেগে ভাসলেন তিনি
#কলকাতা: প্রয়াত গায়ক কেকে-কে তাঁর গান গেয়েই অবশেষে শ্রদ্ধা জানালেন গায়ক রূপঙ্কর বাগচী। কেকে-র মৃত্যুর আগের দিন রূপঙ্করের ভিডিও এখনও ভোলেননি। গায়ক প্রশ্ন তুলেছিলেন, 'হু ইজ কেকে ম্যান?' আর তার পরের দিনই সেই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কলকাতার নজরুল মঞ্চে শো করেই অসুস্থ হয়ে পড়েন কেকে। কয়েক ঘণ্টার মধ্য়ে প্রয়াত হন গায়ক।
কেকের মৃত্যুতে আকস্মিক শোক আর তার পাশাপাশি রূপঙ্করের ভিডিও। এই দুই মিলে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল। রূপঙ্করের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিতে থাকে নেটিজেন। এমনকি রূপঙ্কর ও তাঁর পরিবারের কাছে আসতে থাকে একের পরে এক হুমকি। তাঁকে দ্বারস্থ হতে হয় পুলিশের কাছে। শেষে সাংবাদিক বৈঠকে বিবৃতি পড়ে কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেন গায়ক। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি।
advertisement
ফের সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন আক্রমণ করেন নেটিজেনকে। প্রশ্ন তোলেন, কেন বিবৃতি পড়ে ক্ষমা চাইতে হল রূপঙ্করকে। তার পরে বেশ কিছুটা সময় বয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেন ভুলতে বসেছে বিষয়টি। এরই মধ্যে এক বেসরকারি চ্যানেলে গানের অনুষ্ঠান করতে আসেন রূপঙ্কর। আর সেখানেই তিনি কেকে-কে শ্রদ্ধা জানান।
advertisement
গানটি গাওয়ার আগে রূপঙ্কর বলেন, "ছবিটির নাম ছিল মাই ব্রাদার নিখিল। সঞ্জয় সুরির ছবি। জুহি চাওলা ছিলেন। এই গানটির তিনটি ভার্শন ছিল। একটি কেকে গেয়েছিলেন। একটি অসাধারণ গাওয়া গান।"
advertisement
রূপঙ্কর এও জানান যে, এই গানটি আগে খুব গাইতেন। এখন একটু অনভ্যস্ততা রয়েছে। এই গানের ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল। একদিকে যেমন একদল নেটিজেন রূপঙ্করের এই আচরণ প্রশংসা করেছেন। আবার অন্যদিকে কিছু মানুষ ফের তাঁকে বিঁধতে ছাড়েননি। কেউ কেউ তির্যক মন্তব্য করে বলেন, "এবার চিনতে পেরেছেন হু ইজ কেকে?" আবার কেউ বলছেন, "সময় সব শিখিয়ে দেয়"। আবার কেউ বলেছেন, "ভুল করে ক্ষমা চাওয়াও বড় ব্যাপার।"
advertisement
প্রসঙ্গত, কেকের মৃত্যুর আগের দিন রূপঙ্কর তাঁর ভিডিওয় বলেন, "কেকে? হু ইজ কে! আমরা যে কোনও কে-র থেকে ভাল গান গাই। আমি যে গায়কদের নাম নিলাম তারা সবাই কেকে-র থেকে ভাল গায়। দক্ষিণ ভারত, পঞ্জাব, ওড়িশা থেকে শিখুন। আর কতদিন বম্বে নিয়ে এত উত্তেজনা দেখাবেন! বাঙালি হোন প্লিজ।" এই ভিডিওর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেয় বহু মানুষ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 11:06 PM IST