অভিনেত্রী বলেন, "আমি সোজা সাপটা ভাবেই কথা বলতে ভালবাসি। তবে তার মানে এই নয়, আমি আমার সিদ্ধান্তের ব্যাপারে ফিরিস্তি দেব। কিছুক্ষেত্রে আমি অবশ্যই আমি চুপ থাকতেই পছন্দ করি। তবে চুপ আছি মানে নিজেকে ভুল মনে করছি, এটা ভেবে নেওয়া ভুল হবে। তাই যা কিছু আমাদের বিরক্ত করে তার থেকে দূরে থাকাই ভাল। মহিলা হিসেবে আমি কোনও অতিরিক্ত অধিকার দাবি করিনি। ওম্যান কার্ড বা ভিক্টিম কার্ড ব্যবহার করিনি।"