Raj Chakraborty : রাজের পরিচালনায় এবার হিন্দি ওয়েব সিরিজ! নায়িকার চরিত্রে কি সাই পল্লবী
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Raj Chakraborty : ছবিতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই দেখা যাবে কি না তা নিয়েও জল্পনা চলছিল। আবার প্রশ্ন উঠছিল বলিউডের কোনও অভিনেত্রীকেই দেখা যাবে?
#কলকাতা: বলিউডে পাড়ি পরিচালক রাজ চক্রবর্তীর। বহুদিন ধরেই এই জল্পনা চলছে টলিপাড়া জুড়ে। রাজ নিজেও সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা কিছুদিন আগে উশকে দিয়েছিলেন। অবশেষে সেই ধোঁয়াশা কাটছে ধীরে ধীরে। কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার বলিউডে ছবি বানাতে চলেছেন পরিচালক।
ছবিতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই দেখা যাবে কি না তা নিয়েও জল্পনা চলছিল। আবার প্রশ্ন উঠছিল বলিউডের কোনও অভিনেত্রীকেই দেখা যাবে? কিন্তু এবার শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করতে চলেছেন রাজ।
কিছুদিন আগে রাজ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, "বলিউড, আই অ্যাম কামিং।" ভিডিওটি মজার হলেও জল্পনা আরও উশকে দেয়। অবশেষে সেই জল্পনা থেকে পর্দা ওঠার পালা প্রায় এসে গিয়েছে। তবে সিনেমা নয়। একটি ওয়েব সিরিজ পরিচালনা করেই বলিউডে পা রাখতে চলেছেন রাজ। আর সেই ওয়েব সিরিজের মূল চরিত্রে নাকি সাই পল্লবী। এক সূত্রের কথায়, "রাজের সঙ্গে এই কাজ নিয়ে সাই পল্লবীর কথাও অনেক দূর এগিয়েছে।"
advertisement
advertisement
advertisement
ছবির শ্যুটিং শুরু হতেও বেশি দেরি নেই বলে জানা যাচ্ছে। তবে রাজ নিজে এখনও এই বিষয়ে কিছু বলেননি। এখন শুধুই সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, টলিউড থেকে একের পরে এক তারকা বলিউডে পাড়ি দিচ্ছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায় অনবরত হিন্দি ছবিতে কাজ করছেন। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ও শেরদিল ও শাবাস মিঠুর মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন। এবার দেখার রাজের যাত্রা শুরু কী ভাবে হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 5:29 PM IST