Rupanjana Mitra: ক্লায়েন্ট সময় কাটাত চান! পারিশ্রমিক জানতে চেয়ে মেসেজে রূপাঞ্জনাকে 'কুপ্রস্তাব'
- Published by:Sanchari Kar
Last Updated:
Rupanjana Mitra: অভিনেত্রী জানতে চান, কেন সেই ব্যক্তির ক্লায়েন্ট তাঁর দেখা করতে চাইছেন। শ্যুট সম্পর্কিত কোনও বিষয়ের জন্য এই সাক্ষাৎ কি না, সেই প্রশ্নও করেন তিনি।
মুম্বই: ফের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন রূপাঞ্জনা মিত্র। হোয়াটসঅ্যাপের এক অচেনা ব্যক্তির থেকে 'কুপ্রস্তাব' পান তিনি। সেই কথোপকথন ফেসবুকে পোস্ট করে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।
মৃন্ময় নামে এক ব্যক্তি কাজের অছিলায় রূপাঞ্জনার সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একজন 'বিজনেস কনসাল্টান্ট' বলে পরিচয় দেন সেই ব্যক্তি। এর পরেই তিনি জানান, তাঁর এক বাঙালি ক্লায়েন্ট রূপাঞ্জনার সঙ্গে দেখা করতে চান। সেই ক্লায়েন্ট যদিও বিনোদন ইন্ডাস্ট্রির কেউ নন। সেই কথোপকথনে রূপাঞ্জনার পারিশ্রমিকও জানতে চাওয়া হয়।

advertisement
advertisement
মৃন্ময় নামে সেই ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে উত্তর দেন রূপাঞ্জনা। অভিনেত্রী জানতে চান, কেন সেই ব্যক্তির ক্লায়েন্ট তাঁর দেখা করতে চাইছেন। শ্যুট সম্পর্কিত কোনও বিষয়ের জন্য এই সাক্ষাৎ কি না, সেই প্রশ্নও করেন তিনি।
advertisement
এর পরেই তাল কাটে। মৃন্ময় নামে সেই ব্যক্তি জানান, কোনও কাজ সম্পর্কিত বিষয়ে নয়, তাঁর ক্লায়েন্ট শুধুই সময় কাটানোর জন্য রূপাঞ্জনার সঙ্গে দেখা করতে চান। সেই ব্যক্তির কথায় প্রবল চটেন অভিনেত্রী। জানিয়ে দেন, পুরো বিষয়টি এ বার পুলিশকে জানাবেন তিনি এবং তারাই সেই বাঙালি ক্লায়েন্টকে খুঁজে বার করবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 11:19 AM IST