Rupam Islam-Ekla Ghor: বিতর্কের কেন্দ্রে রূপম ইসলাম! 'ওরে ছাগলের দল...', কড়া ভাষায় জবাব গায়ক-পত্নীর

Last Updated:

Rupam Islam-Ekla Ghor: জনৈক ব্যক্তির অভিযোগ, বিদেশি সেই গানকে অনুকরণ করেই নাকি তৈরি 'একলা ঘর'।  নাম না নিয়েই রূপমকে কটাক্ষ করেন তিনি।

কলকাতা: ‘এই একলা ঘর আমার দেশ’, দু’দশক পরেও ‘ফসিলস’-এর এই গানই বাঙালির হৃদয় ভাঙার অ্যান্থেম। রূপম ইসলামের গানই যেন হয়ে ওঠে আশ্রয়। এ বার সেই গানকে ঘিরেই বিতর্ক। ঠিক কী হয়েছে?
সম্প্রতি নেটমাধ্যমে এক পোস্ট ভাইরাল। দেখা যায়, এক দিকে রূপমের ‘একলা ঘর’-এর লিরিক্স। অন্য দিকে, ক্রিস ডে বার্গের ‘আই অ্যাম নট ক্রায়িং ওভার ইউ’-এর কথা। সেই পোস্টটি শেয়ার করে জনৈক ব্যক্তির অভিযোগ, বিদেশি সেই গানকে অনুকরণ করেই নাকি তৈরি ‘একলা ঘর’।  নাম না নিয়েই রূপমকে কটাক্ষ করে সেই ব্যক্তি লেখেন, ‘ছোটবেলা থেকে ভাবতাম আমাদের সো কল্ড বং রক সম্রাট রূপম তথা ফসিলসের অরিজিন্যাল লিরিক্স- একলা ঘর। এ রকম আরও কটা গান যে আছে। বেশির ভাগ তাই বোধ হয় কপি… সরি… বঙ্গানুবাদ। আমার পুরো শৈশবটাই মিথ্যা।’
advertisement
advertisement
এই পোস্টটি ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। অনেকেই জানতেন না যে মূল গানটি থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি ‘একলা ঘর’। পুরো বিষয়টি স্পষ্ট করে তুলতে এগিয়ে আসেন দুর্নিবার সাহা। প্রিয় গায়কের সমর্থনে একটি পোস্ট করেন তিনি।
advertisement
তাতেও যদিও বিশেষ লাভ হয় না। থামিয়ে রাখা যায় না নেতিবাচক আলোচনা। স্রষ্টা রূপম এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও শক্ত হাতে হাল ধরেন তাঁর স্ত্রী রূপলা দাশগুপ্ত। এক প্রকার আক্রমণাত্মক সুরেই তিনি লেখেন, ‘ওরে ছাগলের দল, বাঙালিকে ক্রিস ডে বার্গ চেনালো কে? প্রথম তো সেই ২০০৫-এ এপিটাফ পড়েই জানলি’।
advertisement
রূপসার পোস্টও বিতর্ক থামাতে পারেনি। রূপমের এই গান নিছকই বঙ্গানুবাদ নাকি অনুপ্রাণিত? তা নিয়ে এখনও সরগরম নেটমাধ্যম।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupam Islam-Ekla Ghor: বিতর্কের কেন্দ্রে রূপম ইসলাম! 'ওরে ছাগলের দল...', কড়া ভাষায় জবাব গায়ক-পত্নীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement