Rupam Islam: লিগামেন্টে মারাত্মক চোট, হাঁটতে পারছেন না রূপম ইসলাম, গুরতর অবস্থায় তবুও...!

Last Updated:

Rupam Islam: সম্প্রতি বনগাঁও-তে একটি কনসার্টে গিয়েছিলেন রূপম। ডান পায়ের লিগামেন্টে গুরুতর চোট পেলেন রূপম৷

হাঁটতে পারছেন না রূপম ইসলাম
হাঁটতে পারছেন না রূপম ইসলাম
একটু একটু জাঁকিয়ে বসছে শীত৷ আর শীতকাল আসতে না আসতেই শহরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলতেই থাকে৷ তা যদি ফসিলসের শো হয় তাহলে তো কোনও কথাই নেই৷ রক ব্যান্ডের গুরু রুপমকে একবার কাছ থেকে দেখার জন্য বহুদূর থেকেও ছুটে আসে ভক্তরা৷ তবে এই দৃশ্য সকলেরই অত্যন্ত চেনা৷ কিন্তু সম্প্রতি বনগাঁও-এর কনসার্টে এ যেন এক অন্য রূপমকে দেখা গেল৷ এমন রূপমকে আগে কখনও কেউ দেখেননি৷
সম্প্রতি বনগাঁও-তে একটি কনসার্টে গিয়েছিলেন রূপম । উপচে পড়া ভিড়ে তখন থিক থিক করছে গোটা স্টেডিয়াম। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, একের পর এক অনুরোধের গান গেয়েই চলেছেন রূপম৷ কিন্তু আচমকাই যেন ছন্দপতন হল৷ ডান পায়ের লিগামেন্টে গুরুতর চোট পেলেন রূপম৷ এক মুহূর্তে সকলেই ভেবেছিল মাঝপথে বোধহয় শো-টা বন্ধ হয়ে যাবে৷ তবে নিজেকে ফের প্রমাণ করে দিলেই তিনিই রূপম ইসলাম৷ লিগামেন্টের চোট নিয়েও রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে বাজিমাত করেছেন তিনি৷
advertisement
advertisement
পায়ের এই চোট নিয়েই অনবরত গান গেয়েই চলেছেন রূপম ইসলাম৷ সংবাদমাধ্যমকে রূপম জানিয়েছেন, স্টেজে দৌঁড়তে গিয়েই পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন ৷ এদিন মঞ্চের পিছনে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছিলেন রূপম, তবে খুব একটা লাভ কিছু হয়নি৷ একদিকে মিউজিক বাজছে, অন্যদিকে দর্শকরা অপেক্ষায়৷ সব মিলিয়ে পায়ে ব্যথা নিয়ে গোটা অনুষ্ঠানটা করেছেন গায়ক৷
advertisement
এখন কেমন আছেন গায়ক? তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তিনি জানিয়েছেন, এখন ফিজিওথেরাপি চলছে বাড়িতেই৷ আগের চেয়ে অনেকটাই ঠিক আছেন তিনি৷ তবে মনের জোরে সুস্থ হয়ে উঠতে হবে রূপমকেয়৷ কারণ এই সময়টাতে প্রচুর শো রয়েছে৷ জানা গেছে, আগামী দুমাসের মধ্যে মোট ১৮ টির মতো কনসার্ট রয়েছে৷ তবে খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবেন বলেই আশাবাদী রূপম৷ সমস্ত ভক্তরা রূপমের দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupam Islam: লিগামেন্টে মারাত্মক চোট, হাঁটতে পারছেন না রূপম ইসলাম, গুরতর অবস্থায় তবুও...!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement