Rupali Ganguly : ছেলের জন্মদিনে ছুটিতে পুল-স্নান, নেটিজেনরা মুগ্ধ ‘অনুপমা’-র রূপালি গঙ্গোপাধ্যায়ের বিকিনি অবতারে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly ) সম্প্রতি গিয়েছিলেন লোনাভালায়
মুম্বই : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly ) সম্প্রতি গিয়েছিলেন লোনাভালায় ৷ মহারাষ্ট্রের পর্যটকপ্রিয় জায়গাগুলির মধ্যে লোনাভালা অন্যতম ৷ ‘অনুপমা’-র (Anupamaa ) অভিনেত্রী ছুটি কাটাতে গিয়েছিলেন স্বামী অশ্বিন ভার্মা এবং তাঁদের ছেলে রুদ্রাক্ষের সঙ্গে ৷ উপলক্ষও ছিল বিশেষ, রুদ্রাক্ষের জন্মদিন ৷
বুধবার রূপালি ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানে রুদ্রাক্ষের সঙ্গে দেখা যাচ্ছে রূপালিকে ৷ ছবিটি শেয়ার করে তিনি ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আদর করে বলেছেন ‘সন-শাইন’৷ অর্থাৎ সূর্যরশ্মির মতোই দৃপ্ত তাঁর ছেলের ঔজ্বল্যও ৷ গত ২৫ অগাস্ট ছিল রুদ্রাক্ষের জন্মদিন ৷ রূপালির শেয়ার করা ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷ নেটিজেনরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুদ্রাক্ষকে ৷
advertisement

advertisement
সামাজিক মাধ্যমে রূপালির জনপ্রিয়তা তুঙ্গে ৷ প্রতিদিন বাড়ছে তাঁর অনুরাগী সংখ্যা ৷ গত মাসেই ইনস্টায় তাঁর ভক্তসংখ্যা ছাপিয়ে গিয়েছে ১ মিলিয়ন ৷ নেটিজেনদের এজন্য ধন্যবাদও জানান তিনি ৷ ‘অনুপমা’-য় তাঁর অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের ৷ সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে রূপালি যা পোস্ট করেন, ভাল লাগে দর্শকদের ৷
advertisement
গত বছর জুলাই মাস থেকে শুরু হয়েছে ‘অনুপমা’-র সম্প্রচার ৷ ৪ মিলিয়ন দর্শনসংখ্যা নিয়ে গত সপ্তাহে এই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে ছিল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2021 10:11 PM IST