স্বামী বেড়াতে নিয়ে যান না, রান্নাঘর সামলে বিধ্বস্ত রূপা, মেয়েবেলা ভুলে যুদ্ধ!
- Published by:Teesta Barman
Last Updated:
ভ্রমণপিপাসু রূপা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না। আর তাই যখন সকলে কাজে বেরিয়ে যান, তাঁর মুখ দিয়ে বেরোয়, ''তোরা সবাই যা, আমি শুধু বসে থাকি এই বাড়ি আগলে।'' একরাশ অভিমান রূপার গলায়।
#কলকাতা: রান্নাঘর থেকে শুরু করে বাড়ির প্রতিটি কোণার দেখভাল করে, যত্ন নিয়েই বয়স বেড়ে গেল। নিজের মনের যত্ন নেওয়া যেন কয়েক শত মাইল দূরে ফেলে রেখে এই বাড়িতে পা রাখতে হয়েছিল তাকে। তারপর স্বামী, শ্বশুর, শাশুড়ির দায়িত্ব নেওয়া, এরও পরে সন্তানদের লালন-পালন। এ তো প্রায় প্রতিটি বাড়ির গল্প। চেনা লড়াই নিয়ে পর্দায় এলেন অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
স্টার জলসায় আসতে চলেছে নতুন মেগা 'মেয়েবেলা'। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় এলেন রূপা। যাঁর অর্ধেকের বেশি জীবন কেটে গেল কড়াই-হাতা-খুন্তি সামলাতে সামলাতে। ভ্রমণপিপাসু রূপা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না। আর তাই যখন সকলে কাজে বেরিয়ে যান, তাঁর মুখ দিয়ে বেরোয়, ''তোরা সবাই যা, আমি শুধু বসে থাকি এই বাড়ি আগলে।'' একরাশ অভিমান রূপার গলায়।
advertisement
advertisement
ধারাবাহিকের প্রোমোতে একাধিক মঞ্চাভিনেতাকে দেখা গিয়েছে। রূপার স্বামীর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও নবীন প্রজন্মের শ্রেয়া ভট্টাচার্য, শাওন চক্রবর্তী এবং অর্পন ঘোষাল। রূপার শাশুড়ির ভূমিকায় রয়েছেন চিত্রা সেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2022 1:48 PM IST