Rudranil Ghosh : হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম! চড়া দামে বিক্রি হচ্ছে অভিনেতার অ্যাকাউন্ট?

Last Updated:

Rudranil Ghosh : বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পাশাপাশি স্বস্তিক সংকেত-এ তাঁর বৃদ্ধ লুকও ফাঁস হয়ে যায়।

হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম
হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম
#কলকাতা: হ্যাক হয়ে গেল অভিনেতা রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন অভিনেতা। আজ বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পাশাপাশি স্বস্তিক সংকেত-এ তাঁর বৃদ্ধ লুকও ফাঁস হয়ে যায়। রুদ্রনীলের দাবি, হ্যাকারই এই ছবিগুলি প্রকাশ্যে এনেছে। বুধবার দুপুর তিনটের পর থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাঁর অ্যাকাউন্টে নেই।
রুদ্রনীলের ফলোয়ার সংখ্যা ১৩৭ হাজার। তাঁর অ্যাকাউন্টটি ভেরিফায়েড। অভিনেতা পোস্টে জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাকার ৭৫ হাজার টাকায় বিক্রি করে দিতে পারে। এই নিয়ে তিনি অন্যদেরও সতর্ক করেছেন। অভিনেতা লিখছেন, "আজ দুপুরে আমার ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম,ছবিও পেলাম যে " ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট" হ্যাকার ৭৫,০০০ টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না। "
advertisement
advertisement
রুদ্রনীল আরও লিখছেন, "আজ দুপুর ৩ টের পর আমার একাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোন পোস্ট বা মেসেজ আমি করছি না।ইন্সটাগ্রাম আমার একাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব।" আর এর পরেই তিনি জানিয়েছেন শেষ দুটি ছবি তাঁর পোস্ট করা নয়।
advertisement
অভিনেতার কথায়, "আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমায় আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি " আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক" আমি আজ পোস্ট করিনি।"
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই রুদ্রনীলকে তাঁর অনুরাগীরা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি নিয়েও সতর্ক করেছেন। তবে এর পাশাপাশি নিন্দুকরা তির্যক মন্তব্য করতেও ছাড়েননি। কেউ ব্যঙ্গ করে লিখেছেন, "এতেও বোধহয় নেহরুজির হাত আছে।" কেউ আবার লিখছেন, "এও তৃণমূলের চক্রান্ত! এবার সিবিআই তদন্ত চাইবেন না?"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rudranil Ghosh : হ্যাক রুদ্রনীলের ইনস্টাগ্রাম! চড়া দামে বিক্রি হচ্ছে অভিনেতার অ্যাকাউন্ট?
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement