Gouri Elo trolled : সর্বনাশ! ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিতে ফুলের মালা, ধূপ? ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনের

Last Updated:

Gouri Elo trolled : কখনও আবার দেখা গিয়েছে মৃত্যুর পরেও জীবন্ত হয়ে ফিরে আসছে কোনও চরিত্র। তবে এসবকে ছাপিয়ে গেল জিবাংলার ধারাবাহিক 'গৌরী এলো'।

সর্বনাশ! ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিতে ফুলের মালা, ধূপ? ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনের
সর্বনাশ! ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিতে ফুলের মালা, ধূপ? ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনের
#কলকাতা: বাংলা ধারাবাহিক বিভিন্ন রকমের বিষয়ের জন্য এর আগেও ট্রোলড হয়েছে। কখনও দেখা গিয়েছে কেউ একাধারে চিকিৎসক, আইনজীবী, বিজ্ঞানী। কখনও আবার দেখা গিয়েছে মৃত্যুর পরেও জীবন্ত হয়ে ফিরে আসছে কোনও চরিত্র। তবে এসবকে ছাপিয়ে গেল জিবাংলার ধারাবাহিক 'গৌরী এলো'। এই ধারাবাহিকের একটি দৃশ্য দেখে চোখ চড়কগাছ দর্শকদের। আর তার পর থেকেই শুরু হয়েছে ট্রোলের বন্যা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ধারাবাহিকের প্রধান চরিত্র গৌরী একটি ছবিতে ফুল মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সেই ছবিটি দেখা মাত্রই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ছবিটি হল লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার। মোনালিসার ছবিতেই ফুলের মালা পরিয়ে ধূপ দেখাচ্ছে গৌরী। এমনও হয়! কীভাবে এত বড় ভুল হতে পারে একটা ধারাবাহিকে? প্রশ্ন ছুড়ে দিচ্ছে নেটিজেন।
advertisement
advertisement
ধারাবাহিকের নির্মাতা কীভাবে এই কাণ্ড ঘটালেন, সেই প্রশ্নই উঠছে। কিন্তু এখানেও রয়েছে একটি টুইস্ট, যা চিত্রনাট্যের খাতিরে ইচ্ছে করেই রাখা হয়েছে। ধারাবাহিকে গৌরী এক গাঁয়ের মেয়ে। সে মোনালিসা সম্পর্কে অবগত নয়। দেওয়ালে টাঙানো ছবি দেখেই মোনালিসাকেও পূজনীয় ভেবে সে পুজো শুরু করে। তবে সেসব বাদ দিয়ে শুধু ওই ভিডিও ক্লিপটিই ভাইরাল হয়েছে সোশ্যালে যা দেখে হাসির রোল উঠেছে। নিন্দুকরা ট্রোল করতেও ছাড়ছে না।
advertisement
গৌরী এলো ধারাবাহিকটি খুব বেশি দিন শুরু হয়নি। তবে প্রথম থেকেই এটি দর্শকদের পছন্দের। আর তাই টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে গৌরী এলো।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gouri Elo trolled : সর্বনাশ! ভিঞ্চির আঁকা মোনালিসার ছবিতে ফুলের মালা, ধূপ? ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনের
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement