MM Keeravani Padma Shri: অস্কার মনোনয়নের পর পদ্মশ্রী! আরআরআর-এর 'নাটু নাটু' স্রষ্টাকে এবার জাতীয় সম্মান
- Published by:Teesta Barman
Last Updated:
MM Keeravani Padma Shri: খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।
হায়দরাবাদ: বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন এম এম কিরাবাণী। সঙ্গীতকার। দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন গত কয়েক মাস ধরে। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সাত সমুদ্র পাড় করে সে গান সকলের মন ছুঁয়েছে।
অস্কারে মনোনীত এই গান আগেই গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করেছে। সেরা মৌলিক গানের বিভাগে। এবার দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন সেই গানের সুরকার।
Much honoured by the civilian award from the Govt of India 🙏 Respect for my parents and all of my mentors from Kavitapu Seethanna garu to Kuppala Bulliswamy Naidu garu on this occasion 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 25, 2023
advertisement
advertisement
কে এই কিরাবাণী?
১৯৬১ সালের ৪ জুলাই, অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে জন্ম তাঁর। সঙ্গীত রচয়িতা, প্লেব্যাক সিঙ্গার এবং গীতিকার যিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করেছেন। তবে তিনি তামিল, মালয়ালাম, কন্নড় এবং হিন্দি সিনেমার জন্যও গান তৈরি করেছেন। প্রায় তিন দশকের পেশা জীবনে কিরাবাণী বিভিন্ন ভাষায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।
advertisement
আরও পড়ুন: সম্মানিত পদ্মশ্রীতে, বাপ-মা হারা প্রীতিকণার কাঁথার কাজের চর্চা বিদেশেও, লড়াই শুরু ছোট থেকেই
২০১৫ সালে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থেকে শুরু করে ২০১৭-র ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ২০২২-এর ‘আরআরআর’-এ খুড়তুতো ভাই এস এস রাজামৌলীর সঙ্গে গাঁটছড়া বেঁধে সবথেকে বেশি বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন।
advertisement
এছাড়া ‘ব্রহ্মাণ্ড নয়াগন’, ‘অন্তিম ফায়সলা’, ‘ইস রাত কি সুবাহ নেহি’, ‘জিসম’, ‘সায়া’-র মতো ব্লকব্লাস্টার ছবিতে সুপারহিট গান বানিয়েছেন।
রাজামৌলীর স্ত্রী রামা রাজামৌলীর বোন শ্রীভল্লিকেই বিয়ে করেছেন কিরাবাণী। শ্রীভল্লি নিজে একজন সফল প্রযোজক। তাঁদের ছেলে কালা ভৈরবও সঙ্গীত জগতেই পা রেখেছেন। কাজ করেছেন বাবার সঙ্গে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 11:26 AM IST