রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের বিশেষ অনুষ্ঠানে চাঁদের হাট! কারা কারা ছিলেন, রইল তালিকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
ক্লাবের নতুন সভাপতির আসনে বসলেন শীর্ষেন্দু নিয়োগী। এবং অন্নপূর্ণা রায়চৌধুরী সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন।
কলকাতা: ২ জুলাই রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিকের ১৩তম ইনস্টলেশন অনুষ্ঠান ছিল রোটারি সদনে। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ডঃ কৃষ্ণেন্দু গুপ্ত, ফার্স্ট লেডি ডাঃ সিমরন গুপ্ত, ডাঃ রামেন্দু হোমচৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট তাপস ভট্টাচার্য। তাঁদের সঙ্গেই সেই অনুষ্ঠানটি আরও উজ্জ্বল করে তোলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিরেক্টর অনিরুদ্ধ রায়চৌধুরী।
বিখ্যাত অভিনেত্রী তথা রোটারিয়ান ঋতুপর্ণা সেনগুপ্তও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছিলেন গায়ক সুরজিতও। ক্লাবের নতুন সভাপতির আসনে বসলেন শীর্ষেন্দু নিয়োগী। এবং অন্নপূর্ণা রায়চৌধুরী সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। উদ্বোধনী বক্তৃতায় তাঁরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সাক্ষরতা কর্মসূচির মতো জিনিসগুলি করে যেতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
আরসি ম্যাজেস্টিকের সভাপতি হিসাবে শীর্ষেন্দু অরুণিমা হসপিসের এইচআইভি আক্রান্ত শিশুদের প্রোটিন জাতীয় খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করার উপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর স্ত্রী ডাঃ সোহিনী শাস্ত্রী একজন জ্যোতিষী এবং লাইফ কোচ। তিনিও নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ক্লাবের তরফে দুঃস্থ শিশুদের পড়াশোনার জন্য বৃত্তি এবং আর্থিক সাহায্যেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 8:26 PM IST