Rooqma Ray : লোহার সিঁড়ির সরু ধাপে সামঞ্জস্য রেখে পা ফেলেই ছন্দে ভাসলেন ‘মাম্পি’

Last Updated:

‘মানিকে মাগে হিথে’-র ছন্দের স্রোতে ভেসে গেলেন রুকমা রায় (Rooqma Ray

কলকাতা : ধূসর এবং কালো যুগলবন্দির শাড়ি ৷ সঙ্গে কেতাদুরস্ত ব্লাউজ এবং মানানসই অলঙ্কার ৷ লোহার সিঁড়ির সরু ধাপে সামঞ্জস্য রেখে পা ফেলেই ‘মানিকে মাগে হিথে’-র ছন্দের স্রোতে ভেসে গেলেন রুকমা রায় (Rooqma Ray)৷ সামাজিক মাধ্যমে তাঁর মোহময়ী ভিডিয়ো শেয়ার করেছেন ‘দেশের মাটি’-র মাম্পি ৷ ইতিমধ্যেই ৩০ সেকেন্ডের রিল ভিডিয়ো ঘিরে লাইক এবং লাভ প্রতিক্রিয়া ছাপিয়েছে ১২ হাজার ৷ মন্তব্য এসেছে আড়াইশো-র বেশি ৷ শেয়ার করা হয়েছে শতাধিক বার ৷ ইয়োহানির সুরের ছন্দের সঙ্গে রুকমার একঢাল রেশমকালো কেশসজ্জার হিল্লোলে বুঁদ নেটিজেনরা ৷
সামাজিক মাধ্যমে মাঝে মাঝেই জনপ্রিয় গানের সঙ্গে রিল ভিডিয়ো শেয়ার করেন রুকমা ৷ সাধারণত মৃদু, রোম্যান্টিক গানই তাঁর পছন্দ ৷ এ বারও তাঁর সেই পছন্দ অন্য পথে পা রাখেনি ৷
advertisement
বাংলা টেলিভিশনের দুনিয়ায় পরিচিত মুখ রুকমা ৷ তিনি অভিনয় শুরু করেন ‘কিরণমালা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় দিয়ে ৷ ২০১৪ সালে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল ৷ রুকমা অভিনীত ‘রাজকুমারি কিরণমালা’ চরিত্রটি ছিল দর্শকদের পছন্দের তালিকার প্রথম দিকে ৷ এর পর ‘কুন্দ ফুলের মালা’ ধারাবাহিকেও তিনি ছিলেন মূল চরিত্রে ৷ এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন ‘ঘুঙুর’ বা ‘অন্নপূর্ণা’-র ভূমিকায় ৷ ‘প্রতিদান’ ধারাবাহিকে রুকমকে দেখা গিয়েছিল খলনায়িকার ভূমিকায় ৷ ‘কিরণমালা’-র পরিচয় অবশ্য এত সহজে তাঁর নামের পাশ থেকে চলে যায়নি ৷ দু’ বছর আগে ‘ঠাকুমার ঝুলি’ ধারাবাহিকে তিনি হয়েছিলেন রাজকুমারি স্বর্ণমালার ভূমিকায় ৷
advertisement
আরও পড়ুন: ‘সর্বজয়া’-র তালের বড়া তৈরিতে কটাক্ষ নেটিজেনদের, টিআরপি অবশ্য ঊর্ধ্বগতিতেই
নায়িকার ছক ভেঙে বার বার তিনি অভিনয় করেছেন খলনায়িকার চরিত্রে ৷ অল্প সময়ের জন্য সম্প্রচারিত হলেও ‘বাঘ বন্দি খেলা’-য় বৃন্দা চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে ৷ এখন তিনি একইসঙ্গে অভিনয় করছেন দু’টি ভিন্ন মেরুর চরিত্রে ৷ ‘খড়কুটো’-তে তিন্নি এবং ‘দেশের মাটি’ ধারাবাহিকে মাম্পি, দু’টি দু’ রকমের ভূমিকাতেই তিনি অনন্য ৷
advertisement
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে নিষ্ঠা ভরে সিদ্ধিদাতা গণপতির আরাধনা মিঠাইয়ের
ইতিমধ্যেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তথা ‘দেশের মাটি’-র রাজার সঙ্গে তাঁর রসায়ন পর্দায় জমে ক্ষীর ৷ রাহুল নিজেই জুটিরনাম দিয়েছেন ‘রাজমা’ ৷ তীব্র হয়েছে এই জুটির অফস্ক্রিন রোম্যান্স নিয়ে গুঞ্জনও ৷ তবে রাহুল এবং রুকমা, দু’জনেই সব গুঞ্জন অস্বীকার করেছেন একাধিক বার ৷ ব্যক্তিগত টানাপড়েন দূরে সরিয়ে রাজমা-র পাখির চোখ এখন কাজই ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rooqma Ray : লোহার সিঁড়ির সরু ধাপে সামঞ্জস্য রেখে পা ফেলেই ছন্দে ভাসলেন ‘মাম্পি’
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement