Bangladeshi Rockstar James: বয়সকে তুড়ি, এক দশক পর তৃতীয় বিয়ে, ৬১-তে ফের বাবা হলেন রকস্টার জেমস, ছেলে না মেয়ে! কী এল ঘরে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bangladeshi Rockstar James: বাংলা রক সঙ্গীত জগতে ফের সুখবর৷ বাবা হলেন কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস৷ সেই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন রকস্টার৷
বাংলা রক সঙ্গীত জগতে ফের সুখবর৷ বাবা হলেন কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস৷ সেই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন রকস্টার৷ দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস।
চলতি বছরের জুনে জেমস-নামিয়ার কোলজুড়ে আসে পুত্রসন্তান। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ছেলের জন্ম হয়। জেমসের ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় জেমস ও পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর নবজাতককে নিয়েই দেশে ফেরেন জেমস ও তাঁর স্ত্রী নামিয়া আনাম।
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
বাংলাদেশের সংবাদ-মাধ্যম প্রথম আলোকে দেওয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে জেমস হেসে বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি অসাধারণ৷ এটা আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এতটুকু বলব, আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।’
advertisement
advertisement
আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! রেলের TTE থেকে ৩০০-র বেশি ছবিতে অভিনয়, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যান বাড়ির পরিচারিকাকে, কেন? অভিনেতার মৃত্যুর পর যা জানা গেল…
২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় জেমসের। এরপর প্রায় এক দশক একা কাটিয়েছেন রকস্টার জেমস। ২০২৩ সালের জুন মাসে নামিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে দেখা হয় জেমসের। লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে পরিচয় হয় তাঁদের, তারপর সেখান থেকেই বিয়ে।
advertisement
পরিচয়ের প্রায় এক বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাঁদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের। জেমস-সহ পরিবারের অন্যান্য সদস্য তখন তাদের সঙ্গে ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সন্তান নিয়ে দেশে ফেরেন তাঁরা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে, তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।
advertisement
উল্লেখ্য, ১৯৯১ সালে জেমস বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি। ২০০৩ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়৷ তাঁদের জেমসের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দী২০০০ সালে জেমসের সঙ্গে পরিচয় হয় বেনজীর সাজ্জাদের। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁরা বিয়েও করেন। তবে ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। দ্বিতীয় সংসারেও জেমসের এক মেয়ে রয়েছে৷ তারপর কেটে গিয়েছে দীর্ঘ এক দশক৷ ২০২৪ সালে নামিয়াকে বিয়ে করে এখন পুত্রসন্তানের বাবা হয়েছেন রকস্টার জেমস৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 7:24 PM IST