Rockstar 12 Years: গোপনাঙ্গে লাথি মেরে পালানোর প্ল্যান ছিল রণবীরের নায়িকা নার্গিসের, রকস্টার ছবির এই কাহিনি শুনলে হাঁ হয়ে যাবেন!

Last Updated:

Rockstar 12 Years: নার্গিসের রণবীর কাপুরের সঙ্গে রকস্টার ছবির সময়ের এক অজানা কাহিনি। ১১ নভেম্বর রকস্টার ছবির ১২ বছর পূর্ণ হয়েছে।

রকস্টার-এর দৃশ্যে নার্গিস ও রণবীর
রকস্টার-এর দৃশ্যে নার্গিস ও রণবীর
কলকাতা: নিউ ইয়র্কে জন্ম। বাবা পাক বংশোদ্ভূত, মা চেক প্রজাতন্ত্রের। ভারতের সঙ্গে কোনও যোগসূত্র নেই নার্গিস ফাকরির। কীভাবে ইমতিয়াজ আলিয়ার নায়িকা হওয়ার সুযোগ হয়েছিল? জানলে অবাক হবেন। তবে তার আগে যেটা জানা দরকার তা হল, নার্গিসের রণবীর কাপুরের সঙ্গে রকস্টার ছবির সময়ের এক অজানা কাহিনি। ১১ নভেম্বর রকস্টার ছবির ১২ বছর পূর্ণ হয়েছে।
সেই সময় সেভাবে বলিপাড়ায় কাউকেই চিনতেন না নার্গিস। এক বর্ণ হিন্দি না জেনেও রকস্টার ছবিতে কাজ করতে এসেছিলেন নার্গিস। নিউ ইয়র্কে বড় হয়েছিলেন তিনি। না চিনতেন রণবীরকে, না চিনতেন ইমতিয়াজকে। সেভাবে কোনও ধারণা ছিল না তাঁর। সেই কারণেই চূড়ান্ত ভয়ে ছিলেন তিনি। একটি ক্যাম্পেইন এর মাধ্যমেই নজরে এসেছিলেন তিনি।
ইমতিয়াজের দলের এক সদস্যর, তরফেই নার্গিসের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী যে মুম্বইয়ের বাসিন্দা নন একথা শুনে বেশ অবাক হন তিনি। তখনই, পরিচালকের সঙ্গে দেখা করতে বলেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন: না গায়ের রং নীল, না এটি গরু! তাহলে নীলগাই নাম কেন এই প্রাণীর? চমকে দেওয়া কারণ
কিন্তু ইমতিয়াজের দলের সেই সদস্যের কথা শুনে বেশ অবাক হন নার্গিস। বলেন, ‘আমি তো খুব চাপে ছিলাম। কে না কে আমার সঙ্গে দেখা করতে চাইছে? চুড়ান্ত ভয়ে ছিলাম। আমি তো কাউকে চিনিই না। সোজা সেই মেয়েটিকে বলেছিলাম, যদি আমার কিছু অদ্ভুত লাগে, আমায় যদি কিছু করতে চায় আমি কিন্তু গোপনাঙ্গে লাথি মেরে চলে যাব। আমি নতুন ক্যারাটে শিখেছি, আমার কিন্তু খুফিয়া জিনিস জানা।’
advertisement
যদিও, ইমতিয়াজের সঙ্গে দেখা হওয়ার পরবর্তীতে তাঁর এই ধারণা লোপ পায়। শুধু তাই নয়, ঝাঁকড়া চুলের মানুষটিকে দেখে বেশ পবিত্র মনে হয় তাঁর। সুরক্ষিত থাকবেন, এমনটাই মাথায় এসেছিল তাঁর। রণবীর কাপুরের নায়িকা হিসাবে ‘রকস্টার’ ছবিতে ড্রিম ডেবিউ হয়েছিল নার্গিসের। পরিচালক ইমতিয়াজ আলি, কিন্তু তার পরেও নার্গিসের অভিনয় কেরিয়ার সেভাবে টেক-অফ করেনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rockstar 12 Years: গোপনাঙ্গে লাথি মেরে পালানোর প্ল্যান ছিল রণবীরের নায়িকা নার্গিসের, রকস্টার ছবির এই কাহিনি শুনলে হাঁ হয়ে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement