অপূরণীয় ক্ষতি... প্রয়াত অস্কারজয়ী অভিনেতা-পরিচালক, কেঁদে ভাসাচ্ছে গোটা বিনোদন দুনিয়া
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় প্রয়াত হন তিনি।
প্রয়াত অভিনেতা, পরিচালক এবং সানড্যান্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার ৮৯ বছর বয়সে প্রয়াত হন তিনি। নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে আর কোনও তথ্য দেওয়া হয়নি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করছেন তিনি।
বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড (১৯৬৯), দ্য স্টিং (১৯৭৩), থ্রি ডেজ অফ দ্য কনডর (১৯৭৫) এবং অল দ্য প্রেসিডেন্ট’স মেন (১৯৭৬) এর মতো ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে তিনি অর্ডিনারি পিপল (১৯৮০) পরিচালনার জন্য আকাদেমি পুরস্কার পান। তাঁর অন্য উল্লেখযোগ্য পরিচালনার মধ্যে রয়েছে আ রিভার রানস থ্রু ইট (১৯৯২) এবং কুইজ শো (১৯৯৪)। তিন দশক ধরে প্রাকৃতিক সম্পদ প্রতিরক্ষা কাউন্সিলের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
advertisement
advertisement
রেডফোর্ড তার স্ত্রী সিবিল জাগার্স, কন্যা শাওনা শ্লোসার রেডফোর্ড এবং অ্যামি রেডফোর্ড এবং সাত নাতি-নাতনিকে রেখে গেছেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 8:40 AM IST