Ektu Sore Bosun Teaser: বনফুলের গল্প থেকে সোশ্যাল কমেডি কমলেশ্বরের, ‘একটু সরে বসুন’-এর ঝলকে ঋত্বিকের ম্যাজিক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ektu Sore Bosun Teaser: ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, পাওলি দাম, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার প্রমুখ তারকা সন্নিবিষ্ট ছবি।
কলকাতা: বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে ‘বনফুল’ অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘একটু সরে বসুন’। ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, পাওলি দাম, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকার প্রমুখ তারকা সন্নিবিষ্ট ছবি। শনিবার মুক্তি পেয়েছে ছবির টিজার। ইতিমধ্যেই দর্শকদের অঢেল ভালবাসা পেয়েছে সেই ঝলক।
‘গুড্ডু’ ওরফে গুরুপদ দাশগুপ্তের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক। সংস্কৃত নিয়ে স্নাতক পাশ করা এক ছেলে। এই বাংলারই বেগুনবাগিচা নামের এক জায়গায় তার বাড়ি। গুড্ডুর জীবনে চাকরিও নেই, লক্ষ্যও নেই। ছোটবেলার প্রেম পিউ একমাত্র তার জীবনে আশার আলো। সেই গুড্ডু কলকাতায় পালিয়ে যাওয়ার পর জীবনের মোড় ঘুরে যায়। আলাপ হয় নতুন নতুন মানুষের সঙ্গে। আর তারপর ঘটনার ঘনঘটা।
advertisement
advertisement
আরও পড়ুন: নেশার জেরে ৫ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল হার্ট! পান নতুন জীবন, জলে ডুবেই মৃত্যু সেই চ্যান্ডলারের
সামাজিক কমেডি ঘরানার ছবি। কমলেশ্বরের কথায়, ‘‘এত দুর্দান্ত সব অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের জন্যই এই ছবিটি বানানো সম্ভব হয়েছে। নতুন প্রযোজকদের কাছেও আমি কৃতজ্ঞ। সবথেকে বেশি অবাক হয়েছি এটা দেখে যে, বনফুলের এই গল্পটি আজও কতটা প্রাসঙ্গিক! লেখার এতদিন বাদেও। বেকারত্ব নিয়ে আজকের দিনে যে সঙ্কটে পড়েছে নতুন প্রজন্ম, তার সঙ্গে ক্রমাগত মোকাবিলা করে এই গল্পটি।’’
advertisement
বিগ ক্যাট ফিল্ম, ইউরোপা মিডিয়া এন্টারটেইনমেন্ট, জিপিই এন্টারটেইনমেন্ট এবং ডার্ক এনার্জির সমবেথ প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে চলতি নভেম্বরে। পুজোর পর মন খারাপের অবকাশ নেই, আসছে দারুণ মজার ছবি।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 6:42 PM IST