Matthew Perry Chandler Death: নেশার জেরে ৫ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল হার্ট! পান নতুন জীবন, জলে ডুবেই মৃত্যু সেই চ্যান্ডলারের

Last Updated:
Matthew Perry Death: কোলোস্টোমি ব্যাগ নিয়ে জীবন কাটাতে হয়েছিল প্রায় এক বছর। সেই রিপোর্টেই উল্লেখ করা ছিল, ম্যাথিউয়ের হার্ট বন্ধ হয়ে গিয়েছিল প্রায় পাঁচ মিনিটের জন্য।
1/8
রয়ে গেল চ্যান্ডলার বিং। রয়ে গেল বন্ধুত্ব, প্রেম, অভিমান, আড্ডা। কেবল নেই ম্যাথিউ পেরি। ‘ফ্রেন্ডস’ দুনিয়ার সেই ছয়ের এক। আজ সারা দুনিয়া কাঁদছে সেই চ্যান্ডলারের জন্য।
রয়ে গেল চ্যান্ডলার বিং। রয়ে গেল বন্ধুত্ব, প্রেম, অভিমান, আড্ডা। কেবল নেই ম্যাথিউ পেরি। ‘ফ্রেন্ডস’ দুনিয়ার সেই ছয়ের এক। আজ সারা দুনিয়া কাঁদছে সেই চ্যান্ডলারের জন্য।
advertisement
2/8
৫৪ বছরেই হঠাৎ সকলের চোখে জল এনে চলে গেলেন অভিনেতা। সূত্রের খবর, বিলাসবহুল বাড়ির জাকুজিতে তলিয়ে গিয়েছিলেন তিনি।
৫৪ বছরেই হঠাৎ সকলের চোখে জল এনে চলে গেলেন অভিনেতা। সূত্রের খবর, বিলাসবহুল বাড়ির জাকুজিতে তলিয়ে গিয়েছিলেন তিনি।
advertisement
3/8
কিন্তু জানেন কি, ৪৯ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে যাচ্ছিলেন ম্যাথিউ। তার পরের জীবন যেন তাঁর নতুন পাওয়া প্রাণ। কী হয়েছিল সেই সময়ে?
কিন্তু জানেন কি, ৪৯ বছর বয়সেই সকলকে ছেড়ে চলে যাচ্ছিলেন ম্যাথিউ। তার পরের জীবন যেন তাঁর নতুন পাওয়া প্রাণ। কী হয়েছিল সেই সময়ে?
advertisement
4/8
পেইনকিলারের নেশা করতেন ম্যাথিউ। তারই জেরে কোলোন ফেটে গিয়েছিল তাঁর। সার্জারি করতে হয়েছিল তাঁকে। ম্যাথিউ নিজেই জানিয়েছিলেন, সার্জারির সময়ে তাঁর হার্ট বন্ধ হয়ে গিয়েছিল।
পেইনকিলারের নেশা করতেন ম্যাথিউ। তারই জেরে কোলোন ফেটে গিয়েছিল তাঁর। সার্জারি করতে হয়েছিল তাঁকে। ম্যাথিউ নিজেই জানিয়েছিলেন, সার্জারির সময়ে তাঁর হার্ট বন্ধ হয়ে গিয়েছিল।
advertisement
5/8
চিকিৎসক অভিনেতার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন, ম্যাথিউয়ের বাঁচার সম্ভাবনা ২ শতাংশ। পর্দার চ্যান্ডলারের কথায়, ‘‘সেই সময়ে আমি জীবনের শেষটা যেন দেখতে পেয়ে গিয়েছিলাম। দু’সপ্তাহ কোমাতে ছিলাম।’’
চিকিৎসক অভিনেতার পরিবারকে জানিয়ে দিয়েছিলেন, ম্যাথিউয়ের বাঁচার সম্ভাবনা ২ শতাংশ। পর্দার চ্যান্ডলারের কথায়, ‘‘সেই সময়ে আমি জীবনের শেষটা যেন দেখতে পেয়ে গিয়েছিলাম। দু’সপ্তাহ কোমাতে ছিলাম।’’
advertisement
6/8
কোলোস্টোমি ব্যাগ নিয়ে জীবন কাটাতে হয়েছিল প্রায় এক বছর। সেই রিপোর্টেই উল্লেখ করা ছিল, ম্যাথিউয়ের হার্ট বন্ধ হয়ে গিয়েছিল প্রায় পাঁচ মিনিটের জন্য।
কোলোস্টোমি ব্যাগ নিয়ে জীবন কাটাতে হয়েছিল প্রায় এক বছর। সেই রিপোর্টেই উল্লেখ করা ছিল, ম্যাথিউয়ের হার্ট বন্ধ হয়ে গিয়েছিল প্রায় পাঁচ মিনিটের জন্য।
advertisement
7/8
দিন পাঁচেক আগের কথা। স্যুইমিং পুলে অবসর যাপনের ছবি দিয়েছিলেন ম্যাথিউ। স্বভাবসিদ্ধ রসিকতায় লিখেছিলেন ‘আহা, উষ্ণ জলের এই ঘূর্ণি কী ভাল লাগে, তাই না? আমি ম্যাটম্যান।’
দিন পাঁচেক আগের কথা। স্যুইমিং পুলে অবসর যাপনের ছবি দিয়েছিলেন ম্যাথিউ। স্বভাবসিদ্ধ রসিকতায় লিখেছিলেন ‘আহা, উষ্ণ জলের এই ঘূর্ণি কী ভাল লাগে, তাই না? আমি ম্যাটম্যান।’
advertisement
8/8
ম্যাথিউয়ের এই পোস্ট দেখেই এক প্রকার শিউরে উঠছেন অনুরাগীরা। আশঙ্কা, জাকুজির জলে ডুবেই মারা গিয়েছেন ম্যাথিউ। অথচ মৃত্যুর আগে এই জলের মধ্যেই সময় কাটিয়েছিলেন অভিনেতা। পুরো ঘটনাই কি কাকতালীয়? প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগীরা।
ম্যাথিউয়ের এই পোস্ট দেখেই এক প্রকার শিউরে উঠছেন অনুরাগীরা। আশঙ্কা, জাকুজির জলে ডুবেই মারা গিয়েছেন ম্যাথিউ। অথচ মৃত্যুর আগে এই জলের মধ্যেই সময় কাটিয়েছিলেন অভিনেতা। পুরো ঘটনাই কি কাকতালীয়? প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগীরা।
advertisement
advertisement
advertisement