Bollywood Gossip: 'মেয়েরা আসা বন্ধ করে দিল, আর মজাটাও মাটি হয়ে গেল', রাজ কাপুরের হোলি পার্টি নিয়ে এ কী বললেন রণধীর কাপুর? বিরাট শোরগোল

Last Updated:

Bollywood Gossip: আর রঙের উৎসবে সামিল হতে সেই সময় বি-টাউনের প্রায় প্রত্যেকেই হাজির হতেন এই পার্টিতে। যদিও এখন আর স্টুডিওয় সেই হোলি পার্টি হয় না।

News18
News18
মুম্বই: বি-টাউনে একটা সময় ছিল, যখন নিজেদের বিখ্যাত আরকে স্টুডিওজ-এ এলাহি হোলি পার্টির আয়োজন করতেন কিংবদন্তি তারকা রাজ কাপুর। আর রঙের উৎসবে সামিল হতে সেই সময় বি-টাউনের প্রায় প্রত্যেকেই হাজির হতেন এই পার্টিতে। যদিও এখন আর স্টুডিওয় সেই হোলি পার্টি হয় না। তবে কাপুররা সেই রঙিন সময়কে আজও মনে করেন। একবার কপিল শর্মার শোয়ে উপস্থিত হয়েছিলেন কাপুর পরিবারের সন্তান অভিনেতা রণধীর কাপুর। সেখানেই বাবার হোলি পার্টি সম্পর্কে বলতে শোনা গিয়েছিল তাঁকে।
কপিলকে রণধীর বলেন যে, “ভীষণই ট্র্যাডিশনাল একটা পরিবেশ থাকত। কিন্তু যখন থেকে এই রং এসেছে, সময় বদলেছে, মানুষের মুখগুলোও যেন বদলে গিয়েছে যে, কাউকে চেনাই যায় না। আর এমন দিন এসেছিল, যখন লোকেরা অচেনা মানুষদেরই খোঁচা দিয়ে কথা বলতেন।”তিনি আরও বলে চলেন যে, “আর মেয়েরাও আসা বন্ধ করে দিয়েছিল, কারণ ওঁদের চুল খারাপ হয়ে যায় কিংবা নখ খারাপ হয়ে যায়। বলেন, আবার আমাদের বিউটি পার্লার যেতে হবে। তো এই নতুন প্রজন্মের মেয়েরা পুরোপুরি ভাবে আসা বন্ধ করে দিলেন। আর মেয়েরা যে-ই আসা বন্ধ করে দিলেন, তখন আমি আর ঋষি ঠিক মজা পেতাম না।”
advertisement
advertisement
আবার পঞ্চান্ন-তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র মঞ্চেও আরকে স্টুডিওতে আয়োজিত এলাহি হোলি পার্টির কথা তুলে ধরেছিলেন রণবীর কাপুর। সেখানে তিনি জানিয়েছিলেন যে, শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীরাই নন, ছবির কলাকুশলী, কর্মী সকলেই হোলির আনন্দে মেতে ওঠার জন্য উপস্থিত থাকতেন। পরিচালক রাহুল রাওয়েলের সঙ্গে আলাপচারিতায় ঋষি-পুত্র বলেন যে, “আমি তখন অনেকটাই ছোট ছিলাম। ফলে আমার জন্য পরিবেশটা বেশ ভয়ঙ্করই ছিল। সকলেই কালো আর নানা রকম রঙ মেখে রয়েছেন। সবাইকে ট্রাকে ছুড়ে দেওয়া হত। আমার মনে হয়, তোমার হয়তো এর থেকে ভাল স্মৃতি রয়েছে।” জবাবে রাহুল বলেন, “তুমি একদম ঠিকই বলেছো। সকলেই কালো,নীল, হলুদ রঙ মেখে থাকতেন। এটা সত্যিই একটা উদযাপনের দিন ছিল বটে!”
advertisement
রণবীর বলে চলেন, “আমি যেটা শুনেছি, শুধুমাত্র অভিনেতা-অভিনেত্রীরাই নন, সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকেই উপস্থিত হতেন। এমনকী যাঁরা ক্যামেরা, প্রোডাকশনের কাজ করেন, প্রত্যেকেই আসতেন এবং একযোগে উদযাপন করতেন।” কিন্তু এই পার্টি বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে রাহুল বলেন, “ধীরে ধীরে এই পার্টি বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর মানুষ ভিড় করতেন। যে কেউ ঢুকে পড়তেন। ফলে তা সামাল দেওয়া মুশকিল হয়ে উঠত।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: 'মেয়েরা আসা বন্ধ করে দিল, আর মজাটাও মাটি হয়ে গেল', রাজ কাপুরের হোলি পার্টি নিয়ে এ কী বললেন রণধীর কাপুর? বিরাট শোরগোল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement