'মেট্রো'-এ 'ববি'-র' প্রিমিয়ারে সত্যজিৎকে প্রণাম করেছিলেন ঋষি, আশীর্বাদ করেছিলেন রায়

Last Updated:

'ববি'র প্রিমিয়ার শো হয়েছিল কলকাতায়, ১৯৭৩ সালে, মেট্রো সিনেমায়

#কলকাতা: প্রাপ্তবয়স্ক হিসেবে ঋষি কাপুরের প্রথম ছবি 'ববি', এককথায় হিন্দি প্রেমের ছবির মাইলস্টোন। সেই 'ববি'র প্রিমিয়ার শো হয়েছিল কলকাতায়, ১৯৭৩ সালে, মেট্রো সিনেমায়। শোয়ে হাজির ছিলেন সত্যজিৎ রায়ও। রাজ কাপুর ঋষি কাপুরকে সত্যজিতের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, 'প্রণাম করো, ইনি আমাদের সকলের গুরু।' আশীর্বাদও করেছিলেন সত্যজিৎ রায়।  একটি সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছিলেন, সত্যজিতের ‘নায়ক’ ছবিটি তিনি তিন বার দেখেছিল মুগ্ধ হয়ে।
advertisement
কলকাতার সঙ্গে ঋষি কাপুরের সম্পর্ক বহুদিনের, সেই ১৯৭০ সালের জুন মাস থেকে। ঋষির প্রথম ছবি ‘মেরা নাম জোকার’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল কলকাতার জানবাজারের কাছে ‘লোটাস’ সিনেমায়। সেখানে বাবা রাজ কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন ঋষি। সেই ছবিতে অভিনয়ের জন্যই তিনি বাংলার বিএফজে-র ‘বিশেষ পুরস্কার’ পান, এই ছবির জন্য সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার পাওয়ার আগেই। কলকাতা থেকেই মিলেছিল ঋষির জীবনের প্রথম পুরস্কার। চলচ্চিত্র বিশ্লেষক রঞ্জন দাশগুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকার থেকে জানা যায়, ঋষি কাপুরের প্রিয় জায়গা ছিল দার্জিলিং। সুপ্রিয়া চৌধুরীকে তিনি মনে করতেন হলিউডের অভিনেত্রীদের সমতুল। উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে তিনি একাধিক বার গিয়েছেন। হেমন্ত ও মান্না ছিলেন তাঁর প্রিয় গায়ক।
advertisement
'আমি আমার হাসি নিয়ে মানুষের কাছে বেঁচে থাকতে চাই। কান্না আমার পছন্দ না।'...মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও মুশরে পড়েননি, বরং তাকে বিশেষ গুরুত্ব না দিয়ে হেসে খেলেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিলেন রাজ কাপুরের দ্বিতীয় পুত্র ঋষি কাপুর! হেসে খেলেই কাটালেন... ক্যান্সারের চিকিৎসা চলাকালীনও চিকিৎসকদের নানা ভাবে হাসি খুশিতে ভরিয়ে রাখতেন! আফটারঅল বলিটাউনের চকোলেট বয়, এভারগ্রিন সুপারস্টার, আলটিমেট প্রেমিক নায়ক... তাঁর অওরাই আলাদা...
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মেট্রো'-এ 'ববি'-র' প্রিমিয়ারে সত্যজিৎকে প্রণাম করেছিলেন ঋষি, আশীর্বাদ করেছিলেন রায়
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement