Bangladesh News: মঞ্চে বক্তৃতা দিতে দিতেই সব শেষ! বাংলাদেশে মঞ্চেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জামাত নেতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামাতের প্রার্থী আমির হামজা জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
ঢাকা: বাংলাদেশে জামাতের বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের আমির মাওলানা আবুল হাশেম। বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার বিকেল চারটে নাগাদ কুষ্টিয়ার এনএস রোডে এই ঘটনা ঘটে। আবুল হাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা জামাতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, ‘আমির আর নেই।’
দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামাতের প্রার্থী আমির হামজা জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামাতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামাতের আমির আবুল হাশেম।
advertisement
advertisement
মিছিলটি এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেই আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। ফেসবুকে সমাবেশটির লাইভ সম্প্রচার চলছিল। সেখানে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম থমকে যান এবং ঢলে পড়েন। সেই সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরেন। তাঁকে অটোরিকশায় করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 7:47 PM IST











