নগ্ন শরীর, হাত দিয়ে ঢাকা স্তন, গলায় ঝুলছে গণেশের লকেট ! ফের বিতর্কে রিহানা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
সম্প্রতি রিহানা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে পরে আছেন শর্টস। সারা শরীরে পোশাক নেই, হাত ঢেকে আছেন স্তন। গলায় ঝুলছে গণেশের লকেট। এই ছবি প্রকাশ্যে আসার পর ফের বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
#নয়াদিল্লি: সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলায় বিতর্কে জড়ান মার্কিন পপ তারকা রিহানা। রিহানা ট্যুইট করে বলেছিলেন, 'কৃষক আন্দোলন নিয়ে ভারতীয়রা কেন চুপ আছেন?" সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন রিহানা। এই ট্যুইটের পর প্রথম প্রশ্ন তোলে কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন কেন দেশের বাইরের কেউ আমাদের আভ্যন্তরীন বিষয়ে কথা বলছেন? তিনি কি আদৌ জানেন বিষয়টা কি? সে সময় এই এক বিষয়ে ট্যুইট করে দেশের বাইরের মানুষের নাক গলানোতে ক্ষোভ প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, বিরাট কোহলিরা। বিরাট তর্ক - বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
advertisement
তবে এসবের পর ফের একবার বিতর্কে রিহানা। সম্প্রতি রিহানা তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে পরে আছেন শর্টস। সারা শরীরে পোশাক নেই, হাত ঢেকে আছেন স্তন। গলায় ঝুলছে গণেশের লকেট। এই ছবি প্রকাশ্যে আসার পর ফের বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
when @PopcaanMusic said “me nuh wan ya wear no lingerie tonight fa me girl” @SavageXFenty pic.twitter.com/bnrtCZT7FB
— Rihanna (@rihanna) February 15, 2021
advertisement
কেন তিনি গলায় গণেশের লকেট পরেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো মন্তব্য, এবার হিন্দু দেবতা গণেশকে নিয়ে ফটোশ্যুট কেন? কি প্রমান করতে চাইছেন রিহানা এসব করে? তাঁকে ট্যুইটারে আক্রমণ করা হয়েছে বলেই কি এই ফটোশ্যুট। নানান প্রশ্নে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে এর কোনও জবাব দেননি রিহানা এখনও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2021 6:33 PM IST

