corona virus btn
corona virus btn
Loading

'পাপা যতদিন না আবার আমাদের দেখা হয়, তোমায় মিস করব', মুম্বইয়ের পথে মেয়ে ঋদ্ধিমা

'পাপা যতদিন না আবার আমাদের দেখা হয়, তোমায় মিস করব', মুম্বইয়ের পথে মেয়ে ঋদ্ধিমা

দিল্লি থেকে মুম্বই, ১৪০০ কিমি গাড়িতে পাড়ি দিচ্ছেন মেয়ে

  • Share this:

#মুম্বই: চলে গেলেন ঋষি কাপুর। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন, এক টানা চিকিৎসার পর গত বছরই দেশে ফেরেন। বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না... বৃহস্পতিবার সকাল ৮.৪৫-এ চিরবিদায় নিলেন বলিটাউনের চকোলেট বয়, এভারগ্রিন সুপারস্টার!

ঋষি কাপুরের শেষ সময়ে পাশে থাকতে পারেননি মেয়ে ঋদ্ধিমা, তিনি দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে ঋদ্ধিমা লেখেন, '' পাপা তোমায় ভালবাসি, তোমায় সবসময় ভালবাসব। আমার দেখা সবথেকে শক্ত মনের, লড়াকু যোদ্ধা তুমি, তোমার আত্মার শান্তি কামনা করি। তোমায় প্রতিটা দিন মিস করব, তোমার ফেসটাইম কল মিস করব পাপা। যতদিন না আবার আমাদের দেখা হচ্ছে, মিস করব তোমায়।''

বর্তমানে দিল্লিতে রয়েছেন মেয়ে ঋধিমা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, লকডাউনের কারণে মুম্বইয়ে বাবাকে শেষবারের মতো দেখতে আসতে পারবেন না ঋধিমা, কিন্তু পরে তাঁকে বিশেষ অনুমতি দেওয়া হয়। দিল্লি থেকে মুম্বই, ১৪০০ কিমি গাড়িতে পাড়ি দিচ্ছেন মেয়ে।

Published by: Rukmini Mazumder
First published: April 30, 2020, 3:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर