‘কাজল ম্যাম আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামেই ডাকত’: ঋদ্ধি সেন

Last Updated:

ট্রেলার দেখে রিয়্যাকসনটা দারুণ ৷ যদি কোনও ছবি পছন্দ হওয়ার থাকে, তাহলে এই ট্রেলার থেকে একটা আবছা আভাস পাওয়া যায় ৷

#কলকাতা: বয়স সবে ২০ ৷ কিন্তু এরই মধ্যে কোঁকড়া চুলের বাঙালি ছেলে ঋদ্ধিকে নিয়ে একেবারে অপদস্থ দেবগণ ফ্যামিলির বউমা কাজল দেবগণ ৷ কখন, কোথায় যাচ্ছে ? কখন, কোথায়, কী করছে ? তা নিয়ে সদা চিন্তিত তিনি ৷ কিন্তু ছটফটে ছেলেটি একের পর এক দস্যিপনা চালিয়েই যাচ্ছে ৷ অন্তত, কাজল এমনটাই মনে করছেন ৷ তবে সত্যিই কি ঋদ্ধি অবাধ্য? সত্যিই কি ঋদ্ধি কাজলের কথা শোনেন না ? হেলিকপ্টারের মতো সর্বদা ঋদ্ধির আশে-পাশে ঘুরে কাজল ঠিক কী খুঁজতে চলেছেন?
উপরের গপ্পোটা একেবারে ফিল্মি ৷ আর আপাতত, পরিচালক প্রদীপ সরকারের নতুন ছবি ‘হেলিকপ্টার এলা’র ট্রেলার দেখে হইচই পড়েছে গিয়েছে নেটদুনিয়া থেকে একেবারে রিয়েল ওয়ার্ল্ডে ৷ ছবিতে কাজলের ছেলে অর্থাৎ অভিনেতা ঋদ্ধি সেনের তাই এখন ‘হেলিকপ্টার’ অবস্থা ৷ প্রশংসায় কী তিনি উড়ে বেড়াচ্ছেন?
হেসে ফেললেন ভিভান ওরফে ঋদ্ধি সেন ৷ হাসি থামিয়ে ‘ট্রেলার থেকেই যে প্রশংসা পাচ্ছি ৷ তার মানে ছবিটা নিয়ে কৌতুহল জন্মাচ্ছে ৷ সত্যি খুশি ৷’
advertisement
advertisement
ট্রেলার দেখে কটা ফোন এল? কে কী বললেন?
ট্রেলার দেখে রিয়্যাকশনটা দারুণ ৷ যদি কোনও ছবি পছন্দ হওয়ার থাকে, তাহলে এই ট্রেলার থেকে একটা আবছা আভাস পাওয়া যায় ৷ ট্রেলার লঞ্চের আধঘণ্টার মধ্যেই কিন্তু গোটা দেশ থেকে শুভেচ্ছা এসেছে ৷ সবাই খুব পছন্দ করেছে ৷ আমার চেনা মানুষ, বন্ধু-বান্ধব সবাই-ই খুব প্রশংসা করেছেন ৷ এমনকী, টলিউডের বেশ কয়েকজন আমাকে ফোন করে জানিয়েছেন তাঁদের ভালো লাগার কথা ৷ বিশেষ করে মিডিয়ায় এই ট্রেলারের খুব ভালো রিভিউ বেরিয়েছে ৷ সবাই বলেছে, দারুণ ফ্রেশ কনসেপ্ট ৷ তার ওপর মা-ছেলের মধ্যের রয়াসন দারুণ ফুটে উঠেছে ৷
advertisement
তবে একটা কথা বলতে পারি, ট্রেলারটা তো ছবির খুব প্রাথমিক একটা জায়গা ৷ আসল বিচারটা তো ছবিটা দেখার পর হবে ৷ কারণ, এরকম দেখা গিয়েছে, ছবির ট্রেলার খুব ভালো, কিন্তু ছবিটা খারাপ এবং এর উল্টোটাও ঘটেছে ৷ তাই গোটা ছবি দেখার পর শুভেচ্ছাগুলো পেতে আরও ভালো লাগে ৷ তবে এটা বলব, ট্রেলারের যা কাজ মানুষের মধ্যে কৌতুহল তৈরি করা ৷ সেই কাজটা কিন্তু ‘হেলিকপ্টার এলা’ ইতিমধ্যেই করে দিয়েছে ৷ সবাই কিন্তু ট্রেলার দেখে বলছে, ছবিটা দেখতে ইচ্ছে করছে ৷ এটা কিন্তু বড় প্রাপ্তি ৷
advertisement
 যখন অফারটা আসে, কেমন ছিল প্রথম রিয়্যাকশন৷ বিপরীতে কাজল তো?
পুরো ব্যাপারটা খুবই অবিশ্বাস্য ছিল ! কারণ, এত বড় স্কেলের হিন্দি ছবিতে সুযোগ পাওয়াটা কতটা কঠিন সেটা আমি জানি ৷ হাজার হাজার লোক অডিশন দেয় ৷ বার বার অডিশন দেয় ৷ সেখানে দাদা (প্রদীপ সরকার) আমাকে একটা ফোনে কনফার্ম করেছিল, যে তোকে একটা চরিত্রের জন্য ভাবছি ৷ এটা বলার কিছুদিন পরে আবার বলেন, আমিই করছি ছবিটা ৷ আমি নিজে বোঝার আগেই আমাকে ছবিতে কনফার্ম করে দিয়েছিল ৷ তখন আমার কাছে শুধু একটা ওয়ান লাইনার ছিল ৷ এই ঘটনায় আমি সত্যিই অবাক ৷ কারণ, আমার মনে হয় এত বড় মাপের ছবিতে, এত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করার জন্য আমার থেকে ভালো অভিনেতারা রয়েছেন ৷ সেখানে দাদা আমাকে বেছে নিয়েছেন, আমি সত্যিই লাকি !
advertisement
আপনার মনে কী প্রশ্ন এসেছিল, কেন আপনাকেই নেওয়া হয়েছে?
এটা নিজে বলা খুব মুশকিল ৷ আমার মনে হয় পরিচালকরা ভালো বলতে পারবেন ৷ তবে হ্যাঁ, একবার তো মনেই হয়েছিল ৷ বলিউড ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো অভিনেতা রয়েছেন তার মধ্যে আমি সুযোগ পেয়েছি ৷ প্রশ্নটা একবার হলেও তা মনে উঠেছিল ৷
advertisement
কেন আপনি তো নতুন নয় বলিউডে ৷ ‘পার্চড’-এর মতো ছবি করেছেন ৷ তাহলে?
আমি জানি না, কেন আমাকে কাস্ট করা হয়েছে ৷ তবে নিজের অভিনয় নিয়ে যদি বলতে হয়, তাহলে ভালো-খারাপের উর্ধ্বে গিয়ে বলতে হয়, আমি ভীষণ হার্ড ওয়ার্কিং ৷ আমি ছোটবেলা থেকে চোখের সামনে একটাই লক্ষ্য রেখেছি ৷ তা হল অভিনয় ৷ এছাড়া চোখের সামনে আর কিছু আসে না ৷
advertisement
কাজলের সঙ্গে অভিনয় করা ৷ কেমন ছিল অভিজ্ঞতা ?
আসলে, উনি মানুষ হিসেবে এত ভালো যে, একটা পয়েন্টের পর যখন জড়তা কেটে যায়, তখন স্টার কাজল আর সামনে থাকে না৷ ভালো মানুষের রূপটাই সামনে চলে আসে ৷ এই কারণেই পর্দায় দেখা ইমেজটা খুব একটা সামনে আসে না ৷ তাই হয়তো তিনি চট করে বন্ধু হয়ে যেতে পারে ৷ আর এই বন্ধুত্বটা তৈরি হয়েছিল বলেই, হেলিকপ্টার এলাতে দু’জনের রসায়নটায় তা নজরে আসে ৷ তবে এটা পুরোটাই কাজল ম্যামের ক্রেডিট ৷
ফার্স্টডে শ্যুটিং, সামনে কাজল ৷ কীরকম ছিল সেই শ্যুটিং ?
আসলে, অন্যরকম কিছু ছিল না ৷ কারণ, শ্যুটিংয়ের আগে আমরা আগে অনেক দেখা করেছি ৷ প্রচুর রিহার্সল হয়েছে ৷ তাই আলাদা কিছু মনে হয়নি ৷ তবে হ্যাঁ, আমার মনে আছে শ্যুটিংয়ের সময় আমরা এমন অনেক কিছু করেছিলাম, যা কিনা রিহার্সলে করা হয়নি ৷ তখনই বুঝে ছিলাম ৷ আমাদের মধ্যে কানেকশন তৈরি হয়েছে ৷ একটা কমফোর্ট জোন তৈরিই হয়ে গিয়েছিল ৷ এটা আমার কাছে বিশাল প্রাপ্তি ৷
kajol
আর শ্যুটিংয়ের পড়ে কোনও খুনসুটি ?
দারুণ ৷ কাজল ম্যামের দারুণ সেন্স অফ হিউমার ৷ শ্যুটিং ফ্লোরে কাউকে চুপচাপ থাকতে দেবে না ৷ প্রচন্ড হাসাহাসি হতো সারাক্ষণ ৷ আমার মনে আছে শ্যুটিংয়ের শেষ দিন ৷ ঘটনাচক্রে আমার জন্মদিন ছিল ৷ কাজল ম্যামেরও মন খারাপ ৷ আমারও ৷ আমার মনে আছে, আমার একটা নাটকের শুরুর কথা ছিল ৷ আর সেই নাটক নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে দারুণ একটা পোস্ট করেছিলেন কাজল ম্যাম ৷ মনে রাখার মতো একটা মুহূর্ত সেটা আমার কাছে ৷ আর হ্যাঁ, আমার জাতীয় পুরস্কার পাওয়া খবর শুনে আমাকে তো জড়িয়ে ধরেছিলেন কাজল ম্যাম ৷ প্রচুর আদরও করেন ৷ তারপর থেকে  কাজলম্যাম আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামেই ডাকতেন ৷
সিনেমায় কাজল হেলিকপ্টার মাদার, বাস্তবে আপনার মা কতটা এরকম?
একেবারেই নয় ৷ বরং এর উল্টোটাই ৷ মা তো ওয়ার্কিং উইম্যান ৷ তবে দারুণ ব্যালেন্স করেই চলে ৷ তবে আমিই মায়ের প্রতি বেশি পজেসিভ ৷ মায়ের সঙ্গে আমার বন্ধুত্বটা দারুণ ৷ মা-ই আমার বেস্টফ্রেন্ড ৷ ঠিক যেমন এলা ও বিভান ৷ কিন্তু এখানে রোলটা অপজিট হয়ে যায় ৷ বাস্তবে আমিই এলা ও মা বিভান ৷ কারণ, সারাক্ষণ আমি মাকে জ্বালাতন করি ৷ তবে আমি বলব, শুধু মা নয় ৷ আমি, মা, বাবা-র বন্ডিংটা এতটা ভালো যে সারাক্ষণ আমরা কানেকটেড থাকি ৷ নয় ফোন, নয় হোয়াটসঅ্যাপ !
৯) বাবা কীরকম টিপস দিচ্ছেন?
 না, বাবা কখনও আমাকে টিপস দেননি ৷ বরং বলব এক্ষেত্রে টিপস নয় ৷ মা আমার ব্যাপারে সব সময় সিদ্ধান্তগুলো নিয়েছে ৷ আমি এটা বলতে পারি, আজ আমি যতটুকু করেছি, তা পুরোটাই মায়ের জন্য ৷ আসলে, ছোট থেকে বাড়ির পরিবেশটা আমার কাছে পাওয়া বড় টিপস ৷ তাই আলাদা করে মা বা বাবাকে টিপস দিতে হয়নি ৷
পাঁচ বছর পড়ে নিজেকে কোথায় দেখতে চান?
কোথাও দেখতে চাই না নিজেকে ৷ আসলে, আমি আজকেরটা নিয়েই ভাবি ৷ তবে হ্যাঁ, সিনেমা মাধ্যমটার সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত থাকব এটা বলতে পারি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কাজল ম্যাম আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামেই ডাকত’: ঋদ্ধি সেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement