‘কাজল ম্যাম আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামেই ডাকত’: ঋদ্ধি সেন
Last Updated:
ট্রেলার দেখে রিয়্যাকসনটা দারুণ ৷ যদি কোনও ছবি পছন্দ হওয়ার থাকে, তাহলে এই ট্রেলার থেকে একটা আবছা আভাস পাওয়া যায় ৷
#কলকাতা: বয়স সবে ২০ ৷ কিন্তু এরই মধ্যে কোঁকড়া চুলের বাঙালি ছেলে ঋদ্ধিকে নিয়ে একেবারে অপদস্থ দেবগণ ফ্যামিলির বউমা কাজল দেবগণ ৷ কখন, কোথায় যাচ্ছে ? কখন, কোথায়, কী করছে ? তা নিয়ে সদা চিন্তিত তিনি ৷ কিন্তু ছটফটে ছেলেটি একের পর এক দস্যিপনা চালিয়েই যাচ্ছে ৷ অন্তত, কাজল এমনটাই মনে করছেন ৷ তবে সত্যিই কি ঋদ্ধি অবাধ্য? সত্যিই কি ঋদ্ধি কাজলের কথা শোনেন না ? হেলিকপ্টারের মতো সর্বদা ঋদ্ধির আশে-পাশে ঘুরে কাজল ঠিক কী খুঁজতে চলেছেন?
উপরের গপ্পোটা একেবারে ফিল্মি ৷ আর আপাতত, পরিচালক প্রদীপ সরকারের নতুন ছবি ‘হেলিকপ্টার এলা’র ট্রেলার দেখে হইচই পড়েছে গিয়েছে নেটদুনিয়া থেকে একেবারে রিয়েল ওয়ার্ল্ডে ৷ ছবিতে কাজলের ছেলে অর্থাৎ অভিনেতা ঋদ্ধি সেনের তাই এখন ‘হেলিকপ্টার’ অবস্থা ৷ প্রশংসায় কী তিনি উড়ে বেড়াচ্ছেন?
হেসে ফেললেন ভিভান ওরফে ঋদ্ধি সেন ৷ হাসি থামিয়ে ‘ট্রেলার থেকেই যে প্রশংসা পাচ্ছি ৷ তার মানে ছবিটা নিয়ে কৌতুহল জন্মাচ্ছে ৷ সত্যি খুশি ৷’
advertisement
advertisement
ট্রেলার দেখে কটা ফোন এল? কে কী বললেন?

advertisement
তবে একটা কথা বলতে পারি, ট্রেলারটা তো ছবির খুব প্রাথমিক একটা জায়গা ৷ আসল বিচারটা তো ছবিটা দেখার পর হবে ৷ কারণ, এরকম দেখা গিয়েছে, ছবির ট্রেলার খুব ভালো, কিন্তু ছবিটা খারাপ এবং এর উল্টোটাও ঘটেছে ৷ তাই গোটা ছবি দেখার পর শুভেচ্ছাগুলো পেতে আরও ভালো লাগে ৷ তবে এটা বলব, ট্রেলারের যা কাজ মানুষের মধ্যে কৌতুহল তৈরি করা ৷ সেই কাজটা কিন্তু ‘হেলিকপ্টার এলা’ ইতিমধ্যেই করে দিয়েছে ৷ সবাই কিন্তু ট্রেলার দেখে বলছে, ছবিটা দেখতে ইচ্ছে করছে ৷ এটা কিন্তু বড় প্রাপ্তি ৷
advertisement
যখন অফারটা আসে, কেমন ছিল প্রথম রিয়্যাকশন৷ বিপরীতে কাজল তো?

advertisement
আপনার মনে কী প্রশ্ন এসেছিল, কেন আপনাকেই নেওয়া হয়েছে?
এটা নিজে বলা খুব মুশকিল ৷ আমার মনে হয় পরিচালকরা ভালো বলতে পারবেন ৷ তবে হ্যাঁ, একবার তো মনেই হয়েছিল ৷ বলিউড ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো অভিনেতা রয়েছেন তার মধ্যে আমি সুযোগ পেয়েছি ৷ প্রশ্নটা একবার হলেও তা মনে উঠেছিল ৷

advertisement
কেন আপনি তো নতুন নয় বলিউডে ৷ ‘পার্চড’-এর মতো ছবি করেছেন ৷ তাহলে?

advertisement
কাজলের সঙ্গে অভিনয় করা ৷ কেমন ছিল অভিজ্ঞতা ?

ফার্স্টডে শ্যুটিং, সামনে কাজল ৷ কীরকম ছিল সেই শ্যুটিং ?
আসলে, অন্যরকম কিছু ছিল না ৷ কারণ, শ্যুটিংয়ের আগে আমরা আগে অনেক দেখা করেছি ৷ প্রচুর রিহার্সল হয়েছে ৷ তাই আলাদা কিছু মনে হয়নি ৷ তবে হ্যাঁ, আমার মনে আছে শ্যুটিংয়ের সময় আমরা এমন অনেক কিছু করেছিলাম, যা কিনা রিহার্সলে করা হয়নি ৷ তখনই বুঝে ছিলাম ৷ আমাদের মধ্যে কানেকশন তৈরি হয়েছে ৷ একটা কমফোর্ট জোন তৈরিই হয়ে গিয়েছিল ৷ এটা আমার কাছে বিশাল প্রাপ্তি ৷

আর শ্যুটিংয়ের পড়ে কোনও খুনসুটি ?
দারুণ ৷ কাজল ম্যামের দারুণ সেন্স অফ হিউমার ৷ শ্যুটিং ফ্লোরে কাউকে চুপচাপ থাকতে দেবে না ৷ প্রচন্ড হাসাহাসি হতো সারাক্ষণ ৷ আমার মনে আছে শ্যুটিংয়ের শেষ দিন ৷ ঘটনাচক্রে আমার জন্মদিন ছিল ৷ কাজল ম্যামেরও মন খারাপ ৷ আমারও ৷ আমার মনে আছে, আমার একটা নাটকের শুরুর কথা ছিল ৷ আর সেই নাটক নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে দারুণ একটা পোস্ট করেছিলেন কাজল ম্যাম ৷ মনে রাখার মতো একটা মুহূর্ত সেটা আমার কাছে ৷ আর হ্যাঁ, আমার জাতীয় পুরস্কার পাওয়া খবর শুনে আমাকে তো জড়িয়ে ধরেছিলেন কাজল ম্যাম ৷ প্রচুর আদরও করেন ৷ তারপর থেকে কাজলম্যাম আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নামেই ডাকতেন ৷

সিনেমায় কাজল হেলিকপ্টার মাদার, বাস্তবে আপনার মা কতটা এরকম?

৯) বাবা কীরকম টিপস দিচ্ছেন?

পাঁচ বছর পড়ে নিজেকে কোথায় দেখতে চান?

.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
August 10, 2018 4:40 PM IST