ছাত্রীদের নিয়ে আগমনী গানের ভিডিও প্রকাশ করলেন ঋদ্ধি বন্দোপাধ্যায়, শুনে নিন সেই গান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
#কলকাতা: পুজোর এখন বাকি প্রায় এক মাস।পুজেোর ঠিক আগেই আগমনী গান নিয়ে এলেন শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।পঞ্চকবির গান খ্যাত গায়িকাঋদ্ধি বন্দোপাধ্যায় মহালয়ার পূণ্য লগ্নে প্রকাশ করলেন আগমনী গান "গণেশ আমার শুভকারী"।
দাশরথী রায় এর কথায়-সুরে গানটি একটি প্রচলিত আগমনী গান। পুজো আসার আমেজ গানে ধরা পড়ল ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,সঙ্গে গাইলেন তাঁর ছাত্রীরা ইন্দ্রাণী বসু,শুভ্রা চৌধুরী, শর্মিলা গুহ, অনুপমা সরকার।
পঞ্চকবির গানের পাশাপাশি ঋদ্ধি পুরাতনী বাংলা গান, বাংলা নাটকের গানও দেশে-বিদেশে পরিবেশন করেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় জানান," বাংলার পুরনো গান নতুন প্রজন্মের কন্ঠে ধরা থাক।এই চর্চার জন্য এমন গান প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে।আমাদের পরবর্তী প্রজন্মের এই গান সম্পর্কে জানা প্রয়োজন।"
advertisement
advertisement
ঋদ্ধি আরও বলেন,"আমাদের অ্যাকাডেমি থিয়েটারের আর্কাইভে এমন অনেক গান আছে যা নিয়ে গবেষণামূলক কাজ করা হয়ে থাকে।গান গাওয়ার পাশাপাশি গবেষণার দিকটাও আমরা গুরুত্ব দিই।এতে গানের নেপথ্যে থাকা বহু অজানা তথ্য জানা যায়।" গানটি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।
advertisement
SREEPARNA DASGUPTA
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2020 11:35 AM IST