Sushmita Sen: রিয়া চক্রবর্তীর পডকাস্টের চাপ্টার ২-এর ঘোষণা, প্রথম পর্বে অতিথি সুস্মিতা সেন

Last Updated:

Sushmita Sen: একই সঙ্গে রিয়া নিজেকে সুস্মিতা সেনের চেয়েও বড় গোল্ড ডিগার বলছেন। শুধু তাই নয়, দু’জনেই একে অপরকে গোল্ড ডিগারের অর্থও বলছেন।

নয়াদিল্লি: অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর নতুন পডকাস্ট চাপ্টার ২-এর ঘোষণা করেছেন। এই শোয়ের প্রথম অতিথি অভিনেত্রী সুস্মিতা সেন। এই শোয়ের প্রোমো প্রকাশিত হয়েছে। শো-তে, দু’জনকেই তাঁদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলি শেয়ার করতে দেখা যায়। একই সঙ্গে রিয়া নিজেকে সুস্মিতা সেনের চেয়েও বড় গোল্ড ডিগার বলছেন। শুধু তাই নয়, দু’জনেই একে অপরকে গোল্ড ডিগারের অর্থও বলছেন।
প্রোমো শুরু হয় রিয়া চক্রবর্তী সুস্মিতা সেনকে বলেন, এই ঘরে তোমার থেকেও বড় গোল্ড ডিগার আছে। এ প্রসঙ্গে অভিনেত্রী সুস্মিতা প্রশ্ন করেন, আসলে রিয়া বলেন, হ্যাঁ আমি। এ ছাড়াও রিয়া সুস্মিতা সেনের মেয়ে আলিসা এবং রেনির ভাল লালন-পালনের জন্য প্রশংসা করেন এবং বলেন যে তাদের লালন-পালনের জন্য তিনি যেন একটি ক্লাস শুরু করেন। এ বিষয়ে সুস্মিতা বলেন, ‘আমি একটি সাক্ষাৎকার দিয়েছি এবং ইচ্ছাকৃতভাবে যৌন শব্দটি ব্যবহার করেছি।’
advertisement
advertisement
ইনস্টাগ্রামে তাঁর শো শেয়ার করার সময়, রিয়া একটি খুব দীর্ঘ ক্যাপশন লিখেছেন। তিনি লিখেছেন- গতকাল আমি ৩২ বছর বয়সী হয়েছি, এবং কী চমৎকার এই যাত্রা! এই গত বছরগুলিতে পরিবর্তন, বেড়ে ওঠা এবং নিজের একটি অন্য সংস্করণে আমি পরিণত হয়েছি অবশেষে ভাল লগেছে। উদযাপন করার জন্য, আমরা বিশেষ কিছু লঞ্চ করছি– এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছি যাঁরা জীবনে দ্বিতীয় অধ্যায় গ্রহণ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen: রিয়া চক্রবর্তীর পডকাস্টের চাপ্টার ২-এর ঘোষণা, প্রথম পর্বে অতিথি সুস্মিতা সেন
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement