Ravi Kishan: শোকের ছায়া রবি কিষাণের পরিবারে! ভেঙে পড়েছে গোটা পরিবার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Ravi Kishan: রমেশ কিষাণের শেষকৃত্য হবে বারাণসীতে। বারাণসীর গঙ্গার ঘাটে শেষ কৃত্য হবে বলে জানিয়েছেন রবি কিষাণ।
#নয়াদিল্লি: রবি কিষাণের পরিবারে নেমে এল শোকের ছায়া। পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে পরিবার। অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন রবি কিষাণের দাদা রমেশ কিষাণ। বুধবার বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষাণ ট্যুইটারে এই খবর জানিয়েছেন। রমেশ কিষাণ ভর্তি ছিলেন দিল্লির এইমস হাসপাতালে।
রমেশ কিষাণের শেষকৃত্য হবে বারাণসীতে। বারাণসীর গঙ্গার ঘাটে শেষকৃত্য হবে বলে জানিয়েছেন রবি কিষাণ। রমেশ রবি কিষাণের তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় , দীর্ঘ দিন ধরেই উচ্চ রক্তচাপ-সহ একাধিক সমস্যায় ভুগছিলেন।
advertisement
दुःखद समाचार..! आज मेरे बड़े भाई श्री रमेश शुक्ला जी का एम्स हॉस्पिटल दिल्ली में दुःखद निधन हो गया है l बहुत कोशिश किया पर बड़े भईया को नहीं बचा सका, पिता जी के बाद बड़े भाई का जाना पीड़ा दायक महादेव आपको अपने श्री चरणों में स्थान प्रदान करें l कोटि कोटि नमन l ओम शांति 🙏 pic.twitter.com/1EZr2vD6Hs
— Ravi Kishan (@ravikishann) March 30, 2022
advertisement
গোরক্ষপুরের সাংসদ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। রবি কিষাণ হিন্দিতে করা ট্যুইটে লিখেছেন, খারাপ খবর। আমার বড় ভাই রমেশ প্রয়াত হযেছেন। তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। কঠিন রোগ থেকে তাঁকে বাঁচাতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিলাম। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হযেছে। আমার বাবার মৃত্যুর পর এই মৃত্যুই আমার কাছে সবচেয়ে বেশি দুঃখ নিয়ে এল। ওম শান্তি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2022 8:53 PM IST