#মুম্বই: মহারাষ্ট্রে মেট্রো বানানোর জন্য বিশেষ একটি এলাকার গাছ কাটা হতে পারে, এই আশঙ্কায় অভিনেত্রী রবিনা টন্ডন একটি ট্যুইট করেন। তাঁর আবেদন, এই সিদ্ধান্তকে সমর্থন জানাই। কিন্তু তার জন্য যেন পরিবেশ ধ্বংস না করা হয়। তার পরেই আক্রমণের শিকার হন বলি নায়িকা। তাঁকে প্রশ্ন করা হয়, 'আপনি তো নিজে গাড়িতে যাতায়াত করেন, মেট্রোর প্রয়োজন আপনি কী করে বুঝবেন?' অথবা 'এই ট্যুইটটিও নিশ্চয়ই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসেই করছেন, আপনিও তো পরিবেশের ক্ষতি করছেন, তার বেলা?' বা 'মধ্যবিত্তের লড়াই আপনি কী করে জানবেন?'
আরও পড়ুন: পাশের ঘরে ভিকি, বরকে অপেক্ষা করিয়ে নায়কের কাছে যাওয়ার আবদার কনের, 'বিয়ে করব না'!
আক্রমণের শিকার হয়ে রেগে যান রবিনা। একের পর এক ট্যুইট করে তিনি নিজের অভিজ্ঞতার কথা জানান। যেখানে নায়িকা জানান, ১৯৯২ সালে প্রথম গাড়ি কেনেন তিনি। তার আগে পর্যন্ত গণপরিবহণেই যাতায়াত করেছেন তিনি। আর পাঁচটা মেয়ের মতো তাঁকেও শারীরিক হেনস্থার শিকার হতে হয়েছে।
আরও পড়ুন: 'ও তো সবারই প্রাক্তন', জাহ্নবীর হাতে তালি মেরে কাকে টার্গেট সারার?
তাঁর কথায়, ''আপনাদের মতো নামহীন আক্রমণকারীরাই আমাকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। তার পরে পরিশ্রম করে সাফল্য অর্জন করেছি। কেউ সাফল্য পেলে তার প্রতি ক্ষোভ পোষণ করবেন না দয়া করে। সকলে সোনাার চামচ নিয়ে জন্মায় না। সবাইকে পরিশ্রম করতে হয় কোথাও পৌঁছতে গেলে। আপনারও নিশ্চয়ই গাড়ি বা বাড়ি আছে। যখন পরিবেশ ধ্বংসের জন্য দুর্যোগ আসবে, ঝড়বৃষ্টি, বন্যা, দাবদাহর সময়ে বড়লোকেরা আগে নিজেদের বাড়িতে গিয়ে লুকোবে। ভুগবে সাধারণ মানুষই উন্নয়ন অবশ্যই প্রয়োজন। কিন্তু তার জন্য দায়িত্বও নিতে হবে।''
Metro Shed . Is welcome , just as long as we protect the wildlife (leopards and flora fauna ) around that forest area, with proper fencing, so that we don’t destroy and kill, but celebrate our humanity on this planet. https://t.co/R2iVTDILBW
— Raveena Tandon (@TandonRaveena) July 2, 2022
রবিনা জানান, বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু একইসঙ্গে তারা মারাও যাচ্ছে। রাস্তা, রেললাইন বানানোর জন্য গাছ কেটে ফেলার কারণেই এ সব ঘটছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Raveena Tandon, Sexual Harassment