Ranveer Singh: নগ্ন হতে যাচ্ছিলেন জনি সিন্স, আটকালেন রণবীর সিং... যৌন স্বাস্থ্য নিয়ে নতুন ভিডিও ঘিরে তোলপাড়
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
এমনিতে একটি সেক্সুয়াল ওয়েলনেস ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রণবীর সিং। বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন তিনি।
আরও একটি ভিডিও-র জন্য ফের একসঙ্গে রণবীর সিং এবং জনি সিন্স। আর এবারেও একটি যৌন সচেতনতা সংক্রান্ত ভিডিও-য় একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। এমনিতে একটি সেক্সুয়াল ওয়েলনেস ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রণবীর সিং। বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ভিডিও শেয়ার করেছেন তিনি।
ওই ভিডিওটিতে সঙ্গমের সময় পুরুষদের পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে অভিনেতাকে। এরপর ভিডিওতেই রণবীর বলেন, কারও এমন সমস্যা হলে তাঁর ব্র্যান্ডের পণ্য সাহায্য করতে পারে। এরপর প্রমাণ হিসেবে রণবীর ডাকেন জনি সিন্স নামে এক ব্যবসায়ীকে। যিনি ওই পণ্য ব্যবহার করেছেন এবং সন্তুষ্টও হয়েছেন। ঠিক আগেকার টিভিসি-গুলির মতো জনিকে ইংরাজিতে কথা বলতে শোনা যায়। এরপর একজন তাঁর কথাগুলিকে হিন্দিতে অনুবাদ করে বলেন। আবার এরপর স্ক্রিনে ডা. জনি সায়েন্সকে দেখা যায়। যিনি ওই পণ্য কীভাবে ব্যবহার করবেন, সেটা বুঝিয়ে দেন। এরপর নিজের প্যান্ট খুলতে যাচ্ছিলেন জনি। ঠিক তখনই তাঁকে আটকান রণবীর। বিষয়টা না দেখিয়ে ব্যাখ্যা করার জন্য অনুরোধ করেন তিনি।
advertisement
ওই ভিডিও শেয়ার করে রণবীর লিখেছেন, “যত্ন নেওয়া একটা সাহসী পদক্ষেপ।” এই ভিডিও দেখে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট বাক্সে। এক নেটিজেন লিখেছেন, “এই মার্কেটিং ক্যাম্পেনটি জিনিয়াস।” আর একজনের আবার মন্তব্য, “এমনটা চলতে থাকুক!” এক ভক্ত আবার রণবীরের প্রশংসা করে লিখেছেন, “একমাত্র সুপারস্টার, যিনি পুরুষদের যৌন স্বাস্থ্য এবং ওয়েলনেস নিয়ে কথা বলার সাহসী পদক্ষেপ করছেন।”
advertisement
গত বছরই ওই একই ব্র্যান্ডের জন্য আরও একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল রণবীর সিং এবং জনি সিন্সকে। আর সেই বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্কও তৈরি হয়েছিল। সেই সময় অভিনেতা বলেছিলেন, “সচেতনতা বাড়াতে এবং একটি ইতিবাচক প্রভাব তৈরি করার জন্য নিজের প্রভাব ব্যবহার করার আন্তরিক অভিপ্রায় নিয়ে এখানে এসেছি আমি।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 04, 2024 5:31 PM IST