Akshay kumar| Ranveer singh: নাচতে গিয়ে রণবীর সিংয়ের যৌনাঙ্গে আঘাত ! সিংয়ের বাবা হওয়া নিয়ে চিন্তায় অক্ষয় কুমার ! ঝড়ের বেগে ভাইরাল

Last Updated:

Viral video| Akshay kumar| Ranveer singh: 'আয়লারে আয়লা' গানে নাচতে থাকেন রণবীর সিং ও অক্ষয় কুমার। কিন্তু নাচতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর বিপদ।

photo source Instagram
photo source Instagram
#মুম্বই:  করোনা আসার পর থেকে প্রায় সব কিছুই খুব ধীর গতিতে এগোচ্ছে। এই করোনার জন্যই রমরমা বাজার শুরু হয়েছে ওটিটি(OTT) প্ল্যাটফর্ম গুলোর। বেশিরভাগ ছবিই মুক্তি পাচ্ছে ওটিটিতে। সিরিজ তৈরি হচ্ছে অনেক বেশি। বেশ কিছু ছবির শ্যুটিংও পিছিয়ে গিয়েছে। তার মধ্যে কাজ পিছিয়েছিল 'সূর্যবংশী' (Sooryavanshi) ছবিরও।
রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay kumar)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে রণবীর সিং (Ranveer singh) ও অজয় দেবগণকেও (Ajay devgan) । এ বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তার আগেই এই ছবির শ্যুটিংয়ের দৃশ্য ভাইরাল (Viral video) সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

advertisement
advertisement
শ্যুটিং ফ্লোরে অক্ষয় কুমারের(Akshay kumar) সঙ্গে অভিনয় করছেন রণবীর সিং(Ranveer singh)। ভিডিওটিতে দু'জনকেই পুলিশের পোশাকে দেখা যাচ্ছে। এর পর সেটেই গান বাজতে থাকে 'আয়লারে আয়লা'! সেই গানে নাচতে থাকেন রণবীর সিং ও অক্ষয় কুমার। কিন্তু নাচতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর বিপদ।
রণবীর সিং নাচতে থাকেন। এবং তিনি অক্ষয়ের(Akshay kumar) স্টেপ ফলো করতে শুরু করেন। এই ফলো করতে গিয়েই বিপত্তি ঘটে যায়। রণবীর নিজেই নিজের যৌনাঙ্গে আঘাত করে বসেন। ভিডিওতে দেখা যায় তিনি এত জোরে নিজের যৌনাঙ্গে আঘাত করেন, যে সকলের সামনেই যৌনাঙ্গের ব্যাথায় কাতরাতে থাকেন। এর পর দুই অভিনেতাই নাচ বন্ধ করে দেন।
advertisement
এই ভিডিও অক্ষয় কুমার (Akshay kumar)তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি লেখেন, "এটা আমার আর রণবীরের ক্রেজি স্টেপস। তবে এই স্টেপস ফলো করার আগে সাবধান। আপনি ভুল নাচলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে।" এই মজার পোস্টটি দেখার পর বহু মানুষ শেয়ার করতে থাকেন। তবে ভক্তরা অবশ্য রণবীরের জন্য চিন্তা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, "এই রে বাবা হতে পারবেন তো রণবীর?" সবটাই যদিও মজা করেই লেখা।
advertisement
অক্ষয় কুমার (Akshay kumar)এবং রণবীর সিং(Ranveer singh) দু'জনেই খুব মজার মানুষ। তাঁরা সব সময় নিজেদের নিয়েই মজা করে নানা কিছু পোস্ট করেন। তবে আপাতত তাঁদের দু'জনের এই ভিডিও তুমুল ভাইরাল নেট মাধ্যমে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay kumar| Ranveer singh: নাচতে গিয়ে রণবীর সিংয়ের যৌনাঙ্গে আঘাত ! সিংয়ের বাবা হওয়া নিয়ে চিন্তায় অক্ষয় কুমার ! ঝড়ের বেগে ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement