এক চুমুতেই হিট রণবীর-বাণী
Last Updated:
যশ চোপড়ার ব্যানারে ফের ছবি করছেন রণবীর সিং, সে খবর তো আগেই ছিল ৷ এমনকী, নিজের ট্যুইটারে নতুন ছবি ‘বেফিকর’-এর শ্যুটিং স্টিল আপলোড করে নজর কেড়েছিলেন রণবীর সিং ৷
#মুম্বই: যশ চোপড়ার ব্যানারে ফের ছবি করছেন রণবীর সিং, সে খবর তো আগেই ছিল ৷ এমনকী, নিজের ট্যুইটারে নতুন ছবি ‘বেফিকরি’-এর শ্যুটিং স্টিল আপলোড করে নজর কেড়েছিলেন রণবীর সিং ৷ তবে এবার আর শ্যুটিং স্টিল নয়, প্রকাশ্যে এল ‘বেফিকরি’ ছবির পোস্টার ! আর এক পোস্টারে আপাতত বলিউডে গুঞ্জন ফেল দিলেন রণবীর সিং ও বাণী কাপুর ৷
আদিত্য চোপড়া পরিচালিত নতুন এই রোম্যান্টিক ছবির পোস্টারে দেখা গেল রণবীর সিং, নায়িকা বাণী কাপুরের ঠোঁটে ঠোট রেখে খেয়েছেন ঠোঁটঠাসা চুমু ৷ আর বাণী কাপুরের টুপির মধ্যে লেখা, ‘হু কেয়ারস মাই লাভ !’ আদিত্য চোপড়ার কথায়, ‘বেফিকরি ছবিটি একেবারে হালকা প্রেমের ছবি ৷ এই ছবির গল্পই ইউএসপি ৷ রণবীরকে একেবারে পাওয়া যাবে নতুন অবতারে ৷’ ছবির শ্যুটিং চলছে প্যারিসের নানা জায়গায় ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2016 2:59 PM IST