রানু মণ্ডলের পর বনানী, অতীন্দ্র-র হাত ধরে এবার ভাইরাল বালুরঘাট কন্যা

Last Updated:

রানাঘাটের রানু আর এবার বালুরঘাটের বনানী ! রানাঘাট-বালুরঘাটের অবস্থান দূরে হলেও, এর যোগসূত্র হলো কিন্তু সেই একটাই মাধ্যম ৷

#বালুরঘাট: রানাঘাটের রানু আর এবার বালুরঘাটের বনানী ! রানাঘাট-বালুরঘাটের অবস্থান দূরে হলেও, এর যোগসূত্র হলো কিন্তু সেই একটাই মাধ্যম ৷ ফেসবুক ৷ আর দু’জনের নামের পাশে ভাইরাল শব্দটা একেবারে আঠার মতো চিপকে ! এবং এর নেপথ্যে রানুর সঙ্গে ছিলেন যিনি, সেই অতীন্দ্র চক্রবর্তীই রয়েছেন বনানীর সঙ্গে !
ব্যাপারটা একটু গুছিয়ে বলা যাক বরং ৷ রানাঘাটের রানুর পর এবার বালুরঘাটের বনানী দত্তের গাওয়া গানকে ফেসবুকের মধ্যে দিয়ে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় করে দিলেন অতীন্দ্র চক্রবর্তী ৷ আর শুধুই কী ভাইরাল হয়ে জনপ্রিয় ? বনানী দত্ত নিজেই জানিয়েছেন, তাঁর গান শুনে আপ্লুত বলিউডের সঙ্গীত পরিচালক ধীরজ শর্মা ৷ আর তাই তো তাঁর নতুন ছবি ‘সীতমগর’-এ গান গাওয়ার সুযোগ পেয়েছেন বনানী ৷
advertisement
advertisement
নিউজ১৮ বাংলা খবরটি পেয়ে যখন হাজির হয় বনানীর বাড়িতে ৷ তখন বনানী হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন ৷ গানের মাঝেই তিনি জানিয়েছেন, অতীন্দ্র চক্রবর্তী প্রতি বছর  তার ফেসবুক পেজ থেকে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করে। আর সেখানেই বনানী তার গান পাঠায় গত মাসে  সেইখানেই ভাইরাল হয় বালুরঘাটের এই কন্যার গানের ভিডিও। আর সেই গান শুনেই ধীরাজ মিশ্র তার আসন্ন ‘সীতমগর’ ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। বনানীর এই সাফল্যে উচ্ছ্বসিত তার মা, বাবা, প্রতিবেশী থেকে পরিজন সকলেই।
advertisement
রানু মণ্ডলের ঘটনা আজ সবার জানা ৷ রানাঘাটের স্টেশনে ‘এক প্যার কা নগমা’ গান গেয়েছিলেন রানু ৷ সেই গান ফেসবুকে আপলোড হতেই দারুণ ভাইরাল হয় ৷ আর সেখান থেকেই হিমেশ রেশমিয়ার কানে যায় রানুর গান ৷ তারপর রানাঘাটের স্টেশন থেকে সোজা বলিউডের রেকর্ডিং স্টুডিওতে ৷ রানুর গাওয়া গান সব রেকর্ড ভেঙে দেয় ৷ এবার রানুর মতোই স্বপ্ন পূরণের পালা বালুরঘাটের বনানীর ৷
advertisement
Report: Anup Sanyal
বাংলা খবর/ খবর/বিনোদন/
রানু মণ্ডলের পর বনানী, অতীন্দ্র-র হাত ধরে এবার ভাইরাল বালুরঘাট কন্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement