Ranu Mandal: বিরাট চমক! বাংলাদেশের হিরো আলমের সঙ্গী হচ্ছেন রানাঘাটের রানু মণ্ডল? কাণ্ডটা কী?

Last Updated:

Ranu Mandal: বৃহস্পতিবার রানু মণ্ডলের সঙ্গে তাঁর ভিডিয়ো কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিরো আলম (Hero Alom)।

বিদেশের পথে রানু মণ্ডল!
বিদেশের পথে রানু মণ্ডল!
#কলকাতা: দেশের বাইরে পা রাখতে চলেছেন রানাঘাটের শিল্পী রানু মণ্ডল (Ranu Mandal)। জানা গিয়েছে বাংলাদেশি সুপারস্টার হিরো আলমের ছায়াছবিতে গান গাইবেন সোশ্যাল মিডিয়া সেনসেশন রানু মণ্ডল। এমনটাই জানিয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার তাঁর সঙ্গে এব্যাপারে রানু মণ্ডলের (Ranu Mandal) চূড়ান্ত কথা হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি (Bangladesh News)।
হিরো আলম(Hero Alom) নিজেই জানিয়েছেন, রানু মণ্ডলের সঙ্গে আমার ভিডিয়ো কলে কথা হয়েছে। আমার ছায়াছবিতে ২টি গান গাইবেন তিনি। আশা করি দর্শক গানগুলি গ্রহণ করবে। উল্লেখ্য, ছবিটির প্রযোজক হিরো আলম নিজেই।
advertisement
এর আগে বলিউডের হ্যাপি হার্ডি অ্যান্ড হির ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসাবে আত্মপ্রকাশ ঘটে রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সংগীত পরিচালনায় কণ্ঠ দেন তিনি। তবে দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন রানু।
advertisement
বৃহস্পতিবার রানু মণ্ডলের সঙ্গে তাঁর ভিডিয়ো (Bangladesh News) কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিরো আলম। রানু মণ্ডলের সেদেশের ছবিতে গান গাওয়ার খবরে শিহরণ তৈরি হয়েছে বাংলাদেশে  (Bangladesh News) ।
এর আগে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ক্লিপ থেকে জনপ্রিয়তা পান রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে রানুর কণ্ঠ মন জয় করে নেয় কোটি কোটি মানুষের। তার জেরে বলিউড থেকে ডাক পান তিনি। রানুর রাতারাতি উত্থান রীতি মতো চর্চার বিষয় হয়ে ওঠে ঘরে ঘরে।
advertisement
রানাঘাট স্টেশন থেকে উত্থান। তারপর সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) হাত ধরে বলিউডে ছবিতে গান। ফেসবুকে ভাইরাল হওয়া থেকে হিন্দি ছবি গান। রাতারাতি একেবারে সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল (Ranu Mondal)। এলাকায় যিনি রানাঘাটের লতা নামেও পরিচিত। সেই রানুই এবার দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে পা দিতে চলেছেন। তাই রানুর অনুরাগীরা অত্যন্ত খুশি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mandal: বিরাট চমক! বাংলাদেশের হিরো আলমের সঙ্গী হচ্ছেন রানাঘাটের রানু মণ্ডল? কাণ্ডটা কী?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement