corona virus btn
corona virus btn
Loading

কঙ্গনার সঙ্গে চরম প্রেমে শাহিদ-সইফ, ‘রেঙ্গুন’-এ উত্তেজনা !

কঙ্গনার সঙ্গে চরম প্রেমে শাহিদ-সইফ, ‘রেঙ্গুন’-এ উত্তেজনা !

অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘রেঙ্গুন’-এর ট্রেলার ৷ আর এই ট্রেলারেই দেখা গেল কঙ্গনার ওপর ফিদা

  • Share this:

#মুম্বই: অপেক্ষার অবসান ৷ মুক্তি পেল পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘রেঙ্গুন’-এর ট্রেলার ৷ আর এই ট্রেলারেই দেখা গেল কঙ্গনার ওপর ফিদা শাহিদ কাপুর ও সইফ আলি খান ৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ব্যাকড্রপে রেখে বিশালের এই ছবি শ্যুটিংয়ের সময় থেকেই খবরে ছিল ৷ এই ছবিতেই নাকি একেবারে সাহসী চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ৷ এমনকী, কঙ্গনা জানিয়ে ছিলেন রেঙ্গুন ছবির শ্যুটিংয়ের সময় কতটা কষ্ট করতে হয়েছিল তাঁকে ৷

এই ছবিতে সইফকে দেখা যাবে ছবির প্রযোজকের চরিত্রে ৷ অন্যদিকে কঙ্গনা হয়েছেন ছবির নায়িকা ৷ শাহিদকে দেখা যাবে বিদ্রোহী বার্মার সৈনিকের চরিত্রে ! ট্রেলার মুক্তি হওয়ার পরেই লক্ষাধিক লোক দেখে ফেলেছেন ৷ বলিউডের ফিল্ম সমালোচকরাও জানিয়েছেন, এই ছবি বিশালের অন্য ছবির মতোই অসাধারণ হবে !

বলিউডের পর্দায় কপাল জোরে দু’একটা ছবিই করেছেন ৷ আর এখন ব্যস্ত, টিভি টকশোতে ৷ কথা হচ্ছে অভিনেত্রী নেহা ধুপিয়ার ৷ আর নেহা ধুপিয়ার টকশো ‘নো ফিল্টার নেহা’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় নানা গুঞ্জনের কারণে ৷ কারণ, এই শোতে বলিউডের সেলিব্রিটিরা আসেন একেবারে বিন্দাস ভঙ্গিমায় ৷ কিছুই লোকানো বারণ, এই শোতে !

সম্প্রতি নেহার এই শোতে হাজির ছিলেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত ৷ হৃত্বিক প্রসঙ্গে খুব একটা বিন্দাসভাব না দেখালেও, টকশোতে উজাড় করলেন বলিউড ছবির শ্যুটিংয়ের কিছু গোপন গল্প ৷

টকশোতে কঙ্গনা জানালেন, ‘বাইরে থেকে মনে হয় বলিউডের নায়িকারা সব সময় দারুণ সুবিধা পায় ৷ তবে অন্য কারো কথা জানি না, রেঙ্গুন ছবির শ্যুটিং করতে গিয়ে আমাকে যা করতে হয়েছে, আমার মনে হয় বলিউডের অন্য কোনও নায়িকাকে করতে হয়নি !’

কঙ্গনা জানালেন, ‘রেঙ্গুন’ ছবির শ্যুটিংয়ে পাথরের আড়ালে গিয়ে তাঁকে বদলাতে হয়েছিল জামা কাপড় ৷ শুধু তাই নয়, কঙ্গনা নাকি শ্যুটিং চলাকালীন পাথরের আড়ালে গিয়েই টয়লেট করতেন !

কিন্তু এরকম অবস্থা কেন? কঙ্গনার কথায়, ‘রেঙ্গুন ছবির শ্যুটিং এতটাই ইন্টেরিয়রে হয়েছিল, যে ওখানে মেকআপ ভ্যান নিয়ে যাওয়া যায়নি !’

First published: January 6, 2017, 6:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर