আলিয়া তো কিছু মনে করেনি, স্ত্রীর ওজন বৃদ্ধি নিয়ে 'মস্করা'র পর মন্তব্য রণবীরের

Last Updated:

স্ত্রীর উত্তরের মাঝেই থামিয়ে দেন রণবীর। নায়ক আলিয়ার বেবি বাম্পের দিকে তাকিয়ে বলেন, "এক জন মোটামুটি চারদিকে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে।" চমকে ওঠেন আলিয়াও। নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে, অয়নের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন।

#মুম্বই: অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরের আকার আকৃতি নিয়ে জনসমক্ষে 'মস্করা' করেছিলেন রণবীর কাপুর। তাঁর কথায় স্পষ্ট দেখা গিয়েছিল, চমকে উঠেছিলেন আলিয়া ভাট খোদ! তার পর থেকেই নেটপাড়ায় নায়কের নিন্দা তুঙ্গে। সেই প্রসঙ্গে সম্প্রতি ক্ষমা চান আলিয়ার স্বামী। বলেন, ''যদি কাউকে আঘাত করে থাকি, তা হলে 'আমি ক্ষমাপ্রার্থী।'
কিন্তু একই সঙ্গে নায়ক নিজের ঘরনির প্রসঙ্গ টেনে বলেন, ''আলিয়ার সঙ্গে আমি কথা বলেছি। ওর একদম খারাপ লাগেনি। আমি যে মজা করে বলেছি, সেটা বুঝেছে।'' রণবীরের স্বীকারোক্তি, ''আমার রসিকতা করার ধরন এ রকমই। বারবার ভুল দিকে চলে যায়। তাই আমি সবার কাছে ক্ষমা চাইছি।'' সম্প্রতি চেন্নাইতে গিয়ে নাগার্জুনব এবং এসএস রাজামৌলীর উপস্থিতিতে 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচার গিয়েছিলেন রণবীর। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষমা চান হবু বাবা।
advertisement
advertisement
কী ঘটেছিল সে দিন? আলিয়াকে কেন 'বডিশেম' করেছিলেন রণবীর?
ইনস্টাগ্রাম লাইভে এসে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচার শুরু করেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং নায়ক-নায়িকা তথা তারকা দম্পতি রণবীর-আলিয়া। অনেকেই তাঁদের কাছ থেকে জানতে চাইছেন, আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে, দিন এগিয়ে আসছে, তাও তাঁরা বাকি ছবির মতো চারিদিকে ছড়িয়ে পড়ে প্রচার করছেন না কেন?
advertisement
সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, "আমরা চারদিকে ছড়িয়ে পড়ছি না কেন, সেটা সবাই জানতে চাইছে, অবশ্যই আমরা চারদিকে ছড়িয়ে পড়ে প্রচার শুরু করব, এখন আমাদের একটাই লক্ষ্য..."
স্ত্রীর উত্তরের মাঝেই থামিয়ে দেন রণবীর। নায়ক আলিয়ার বেবি বাম্পের দিকে তাকিয়ে বলেন, "এক জন মোটামুটি চারদিকে ছড়িয়ে পড়ছে মনে হচ্ছে।" চমকে ওঠেন আলিয়াও। নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে, অয়নের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে রণবীর বলেন, "মিষ্টি ভাবে ছড়িয়ে পড়ছে। মজা করলাম তো।" আলিয়াও হেসে কথাটি ঘুরিয়ে নেন।
advertisement
advertisement
কিন্তু নেটিজেনরা সেই বক্তব্যটিকে 'মস্করা' হিসেবে নেননি। কথা ঘুরিয়েও নেননি। বিরক্তি প্রকাশ করেছেন রণবীরের মন্তব্যে। অন্তঃসত্ত্বা থাকাকালীন শরীরে পরিবর্তন আসছে বলে স্বামী এমন ভাবে জনসমক্ষে স্ত্রীকে নিয়ে মস্করা করতে পারেন, ভাবতে পারেননি কেউ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আলিয়া তো কিছু মনে করেনি, স্ত্রীর ওজন বৃদ্ধি নিয়ে 'মস্করা'র পর মন্তব্য রণবীরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement