Ranbir- Alia: ধাওয়া করে রণবীর-আলিয়ার নতুন গাড়িতে হামলে পড়লেন ছবিশিকারীরা, দেখুন ভিডিও!

Last Updated:

Ranbir- Alia: রণবীর কাপুর কিনেছেন একটি বেন্টলি। যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। আপাতত স্ত্রী আলিয়া এবং তাঁর নিজের নতুন বাড়ির কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন রণবীর।

রণবীর-আলিয়া
রণবীর-আলিয়া
মুম্বইঃ গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবির কারণে সাফল্যের শিখরে রয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি তিনি একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। যার ফলে সেই নিয়েই শুরু হয়েছে বিস্তর চর্চা। আসলে রণবীর কাপুর কিনেছেন একটি বেন্টলি। যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। আপাতত স্ত্রী আলিয়া এবং তাঁর নিজের নতুন বাড়ির কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন রণবীর।
আরও পড়ুনঃ শিরদাঁড়ায় গুরুতর চোট, বন্ধ থাকবে শ্যুটিং, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, এখন কেমন আছেন?
এদিকে রবিবার রাতে নিজের নতুন গাড়ি চালিয়ে ঘুরতে দেখা গেল বি-টাউনের সুপারস্টারকে। যদিও ছবিশিকারীদের উপর যারপরনাই বিরক্তও হয়ে মেজাজ হারালেন তিনি। বিরল ভায়ানির শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, রণবীরকে দেখামাত্রই তাঁকে ক্যামেরাবন্দি করার জন্য গাড়ির পিছনে হুড়মুড়িয়ে ছুটতে শুরু করেন ছবিশিকারীরা। রীতিমতো অভিনেতার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন তাঁরা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেতা।
advertisement
শনিবার রাতে আবার নিজের নতুন বেন্টলি চালাতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রণবীর। গভীর রাতে মুম্বইয়ে ঘুরতে বেরিয়েছিলেন রণবীর-আলিয়া। নিজেদের অ্যাপার্টমেন্ট বাস্তু থেকে বেরোতে দেখা যায় তাঁদের। কালো শার্টে চিরাচরিত স্টাইলিশ অবতারে দেখা গেল রণবীরকে। আর রেড স্ট্র্যাপি ড্রেসে আলিয়াও কম যান না! পাপারাৎজিদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি ছুড়ে দেন অভিনেত্রী। ছবিশিকারীরা রীতিমতো হামলে পড়েন গাড়ির ভিতরে। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেতা। পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেন, “আজা অন্দর বইঠ জা (একেবারে ভিতরে ঢুকে বসে পড়ুন)।”
advertisement
advertisement
প্রসঙ্গত রণবীর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এই ছবির বিষয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী আকৃতি সিং। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে যে, রাজকীয় অযোধ্যার সেট রীতিমতো মুম্বইয়েই তুলে আনা হয়েছে। বিশালাকার খিলান, প্রাসাদের ঝলক মিলেছে ভিডিও-য়। ক্যাপশনে আকৃতি লিখেছেন, “রামায়ণ ডে ১।”
advertisement
যদিও পরে অবশ্য ভিডিওটি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী। গত ২ এপ্রিল সেটে পূজা সেরেছেন নীতেশ তিওয়ারি। এরপরেই অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে শ্যুটিং শুরু হয়েছে। আর কিছু সময়ের মধ্যে শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন রণবীর কাপুর। ভগবান রামের ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir- Alia: ধাওয়া করে রণবীর-আলিয়ার নতুন গাড়িতে হামলে পড়লেন ছবিশিকারীরা, দেখুন ভিডিও!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement