Ranbir-Deepika: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! শীঘ্রই আসছে রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'

Last Updated:

Ranbir-Deepika: পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, পিভিআর আইনক্স এবং সিনেপলিসের মতো দেশের অন্যতম সেরা মাল্টিপ্লেক্স চেইনে ২৫ হাজারেরও বেশি অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে।

News18
News18
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন জুটির ভক্তদের জন্য দারুণ সুখবর! বড় পর্দায় ফের আসতে চলেছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। ২০১১ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক ধারার এই ছবি। প্রায় চোদ্দ বছর পর এই ছবির রি-রিলিজ ঘিরে হইচই শুরু হয়েছে ভক্তদের মধ্যে। পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, পিভিআর আইনক্স এবং সিনেপলিসের মতো দেশের অন্যতম সেরা মাল্টিপ্লেক্স চেইনে ২৫ হাজারেরও বেশি অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে। ফলে রণবীর-দীপিকা জুটির রোম্যান্টিক এই ছবি হিন্দি সিনেমার রি-রিলিজের ইতিহাস নতুন করে লিখতে চলেছে।
টিকিট বিক্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, পিভিআর আইনক্সে বিক্রি হয়েছে প্রায় ২০ হাজার টিকিট। অন্য দিকে সিনেপলিসে বিকিয়েছে আরও ৫০০০ টিকিট। যা হিন্দি ছবির রি-রিলিজের অ্যাডভান্স বুকিংয়ের ইতিহাসে একটা নতুন মাইলফলক তৈরি করেছে। ৩ কোটি টাকার ওপেনিং হবে বলেও আশা। দর্শকদের কাছে এই ছবি পাকাপাকি ভাবে কালজয়ী তকমা লাভ করবে।
advertisement
advertisement
ধর্মা প্রোডাকশনস প্রযোজিত এই ছবিতে দীপিকা-রণবীরের পাশাপাশি অভিনয় করেছিলেন আদিত্য রয় কাপুর এবং কল্কি কেঁকলাও। তাঁদের অভিনয়ও দর্শকদের মনে এই ছবির স্থান পাকা করেছিল। আসলে সোশ্য়াল মিডিয়ায় নস্ট্যালজিক দর্শকদের জন্য একটি ক্যাম্পেন করা হয়েছিল। সেখান থেকেই এই ছবির কৌশলগত মার্কেটিং করা হয়েছে। যার ফলে পুরনো দর্শকরা তো বটেই, নতুন দর্শকরাও এই ছবির প্রতি আকৃষ্ট হবেন।
advertisement
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির রি-রিলিজকে ঘিরে তৈরি হয়েছে এক উন্মাদনা। আর সবথেকে বড় কথা হল, রি-রিলিজ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে না এই ছবিকে। তবে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’। আর ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবি ব্যতিক্রমী ভাবে দুর্ধর্ষ ফলাফল করবে বলে আশা সকলের। নস্ট্যালজিয়া ফ্যাক্টর যদি একবার কাজ করে যায়, তাহলে মনে করা হচ্ছে যে, ২০২৪ সালে ‘তুম্ববাদ’ ছবির রি-রিলিজের রেকর্ডকে পার করে যাবে এই ছবিটি।
advertisement
প্রসঙ্গত, সোহম শাহের ‘তুম্ববাদ’ ছবির ওপেনিংয়ে আয় হয়েছিল ১.৫ কোটি টাকা। সব মিলিয়ে মোট আয় হয়েছিল ৩৮ কোটি টাকা। তাই সেই ধারা বজায় রেখে ‘তুম্ববাদ’ ছবির পরিসংখ্যান ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ পার করে ফেলতে পারবে কি না, এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir-Deepika: সমস্ত রেকর্ড ভেঙে চুরমার! শীঘ্রই আসছে রণবীর-দীপিকার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement