Ram Gopal Varma: এবার রাজনীতিতে রামগোপাল! কোন দলের হয়ে লড়ছেন পরিচালক? লোকসভা ভোটের আগে বড় ঘোষণা

Last Updated:

Ram Gopal Varma: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা৷ এবার রাজনীতিতে পা দিলেন পরিচালক রামগোপাল বর্মা৷

এবার রাজনীতিতে রামগোপাল! কোন দলের হয়ে লড়ছেন পরিচালক? লোকসভা ভোটের আগে বড় ঘোষণা
এবার রাজনীতিতে রামগোপাল! কোন দলের হয়ে লড়ছেন পরিচালক? লোকসভা ভোটের আগে বড় ঘোষণা
মুম্বই: লোকসভা ভোট নিয়ে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে৷ শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার কাজ৷ ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে আসা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে৷  লোকসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা৷ এবার রাজনীতিতে পা দিলেন পরিচালক রামগোপাল বর্মা৷
বৃহস্পতিবার আচমকা নিজেই ঘোষণা করে একথা জানালেন পরিচালক৷ এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তকে আকস্মিক বলে জানান যে, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি’৷ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ পোস্টটি শেয়ার হওয়ার পরই তাঁকে অভিনন্দন জানিয়েছেন সমস্ত ভক্তরা৷
advertisement
advertisement
রাজনীতির ময়দানে নামার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে তিনি কোন দলের পক্ষ থেকে দাঁড়াবেন৷ যদিও কোন দল থেকে দাঁড়াবেন সেই বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি৷ পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে৷ এমনকী আচমকা তাঁর রাজনীতিতে আসা নিয়েও নানা প্রশ্ন উঠছে৷ তবে আপাতত পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট পরিচালক৷
advertisement
মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রামগোপাল বর্মা৷ একাধিক ছবির জন্যও তাঁকে নিয়ে সমালোচনা কম হয় না৷ তবে কোন দলের হয়ে তিনি ভোটে লড়ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন তাঁর সমস্ত অনুরাগীরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ram Gopal Varma: এবার রাজনীতিতে রামগোপাল! কোন দলের হয়ে লড়ছেন পরিচালক? লোকসভা ভোটের আগে বড় ঘোষণা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement