Ram Charan-Upasana: মা হয়ে বাড়ল দায়িত্ব! সিঙ্গল মাদারদের জন্য একাধিক সুবিধা, সৌজন্যে রাম চরণ-পত্নী
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ram Charan-Upasana: উপাসনা হায়দরাবাদের একটি নামী হাসপাতালের ভাইস চেয়ারপার্সন। সেই হাসপাতালে সিঙ্গল মাদারদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে দিলেন তিনি।
কলকাতা: গত জুন মাসে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা। বিয়ের পর ১১ বছর পর অভিভাবক হয়েছেন তাঁরা। মা হওয়ার পর নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারকা-পত্নী। সিঙ্গল মাদার অর্থাৎ যে মায়েরা একা সন্তানকে লালন করেন, তাঁদের দেখাশোনার দায়িত্ব নিলেন তিনি।
উপাসনা হায়দরাবাদের একটি নামী হাসপাতালের ভাইস চেয়ারপার্সন। সেই হাসপাতালে সিঙ্গল মাদারদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে দিলেন তিনি। সপ্তাহান্তে মায়েরা বিনা মূল্যে সেই হাসপাতালে সন্তানদের চিকিৎসা করাতে পারবেন। শুধু তাই নয়, অন্তঃসত্ত্বা থাকাকালীনও তাঁদের সাহায্য করা হবে। মূলত সামাজিক দায়িত্ব পালনের জন্যই এই পদক্ষেপ করেছেন উপাসনা। তিনি জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী রামচরণকে পাশে পেয়েছিলেন সব সময়। কিন্তু যে মহিলারা তাঁদের সঙ্গীকে ছাড়াই সন্তান পৃথিবীতে আনেন, তাঁদের সঙ্গে থাকতে চেয়েই এই ধরনের সুবিধার ব্যবস্থা করেছেন তিনি।
advertisement
advertisement
খুদে সদস্যর আগমন হতেই পরিবারের সকলে মেতে ওঠে আনন্দে। রামচরণের বাড়িতে আপাতত খুশির আবহ। তবে একরত্তির নাম কী হবে, তা নিয়ে অনেক অনুরাগী অধীর অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ৩০ জুন নামকরণ হয় রামচরণ এবং উপাসনার কন্যার। তার নাম রাখা হয়েছে ক্লিন কারা কোনিডেলা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2023 8:52 AM IST