Rakhi Sawant's husband | Bigg Boss 15 : প্রকাশ্যে রাখি সাওয়ান্তের বরের পরিচিতি! কীভাবে আলাপ হয়েছিল, জানালেন ঋতেশ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Rakhi Sawant's husband | Bigg Boss 15 : বহুদিন ধরেই রাখি দাবি করেছেন, তিনি বিবাহিত। কিন্তু নেটিজেন কিছুতেই বিশ্বাস করেনি তাঁর কথা।
#মুম্বই: অবশেষে প্রকাশ্যে এল রাখি সাওয়ান্তের স্বামীর পরিচিতি (Rakhi Sawant's husband)। বহুদিন ধরেই রাখি দাবি করেছেন, তিনি বিবাহিত। কিন্তু নেটিজেন কিছুতেই বিশ্বাস করেনি তাঁর কথা। নেটিজেনের ধারণা ছিল, এটাও রাখির একটি পাবলিসিটি স্টান্ট। কারণ বিয়ের পরেও কোথাও প্রকাশ্যে আসেননি রাখির স্বামী ঋতেশ। অবশেষে বিগবস ১৫ সিজনে (Bigg Boss 15) নিজের পরিচয় প্রকাশ করলেন রাখির স্বামী।
শুধু পরিচয়ই প্রকাশ্যে আনেননি ঋতেশ। সবাই অবাক কারণ রাখির সঙ্গেই বিগবস ১৫-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁদের সঙ্গেই ওয়াইল্ড কার্ড প্রতিযোদী হিসেবে এসেছেন রশমি দেসাই ও দেবলীনা ভট্টাচার্য। ২০১৯-এ থেকে সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের খবর চলে আসছে। কিন্তু কখনওই জানা যায়নি কাকে বিয়ে (Rakhi Sawant's husband) করেছেন তিনি। সেই রহস্যই একপ্রকার সমাধান হল বিগবসের ঘরে। এই শো-তেই (Bigg Boss 15) ঋতেশ জানান রাখির সঙ্গে তাঁর প্রথম কী ভাবে আলাপ হয়েছিল।
advertisement
advertisement
advertisement
ঋতেশ জানান, হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রথম দুজনের কথা হয়েছিল। তার পরেই ধীরে ধীরে দুজনে আলাপ বাড়ে ও তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাখি জানান, তিনি সেই সময়ে খুব দুঃখে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক প্রতারণা করায়। তাই তখনই তিনি বিয়ে করতে চাইছিলেন। আর সেই সময়েই ঋতেশের সঙ্গে আলাপ। আর তাই বিয়ে (Rakhi Sawant's husband) করতে বেশি দেরি করেননি দুজনে। কিন্তু বিয়ে করলেও বহুদিন ঋতেশ তাঁর পরিচয় গোপন রেখেছিলেন। একটি ছবিও শেয়ার করেননি তাঁরা। রাখি জানিয়েছিলেন, তাঁর স্বামী একজন ব্যবসায়ী এবং ইংল্যান্ডে বাস করেন। কিন্তু সেই সময়ে তাঁর কথা অনেকেই বিশ্বাস করতে চাননি।
advertisement
এমনকি বিগবস ১৪-তেও এই নিয়ে আলোচনা হয়েছিল। অন্যান্য প্রতিযোগীরা দাবি করেছিলেন, বিগবসে জেতার জন্য আর লাইমলাইটে থাকার জন্য বিয়ের গুজব ছড়াচ্ছেন তিনি। যদিও কৌতুকশিল্পী ভারতী সিং জানিয়েছিলেন, রাখি সত্যিই ঋতেশকে বিয়ে করেছেন। অবশেষে সেসব জল্পনা বিগবসের ঘরে মেটালেন রাখি সাওয়ান্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2021 3:38 PM IST