Rakhi Sawant's mother died: প্রয়াত রাখির মা, ভিড়ের মাঝে চিৎকার, ‘মা চলে গেল’, এদিকে স্বামী আদিলের খোঁজ নেই!

Last Updated:

Rakhi Sawant's mother died: মা হারানোর যন্ত্রণার মধ্যেও সব বন্দোবস্ত করছেন রাখি। কে কে তাঁর মায়ের মৃতদেহের সঙ্গে অ্যাম্বুল্যান্সে উঠবেন, কারা আলাদা যাবেন, সে সমস্ত খেয়াল করে দেখছেন অভিনেত্রী।

প্রয়াত রাখির মা
প্রয়াত রাখির মা
মুম্বই: প্রয়াত জয়া সাওয়ান্ত। রাখি সাওয়ান্তের মা। শনিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। দীর্ঘ তিন বছর ধরে ক্যানসার এবং ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি।
মাসখানেক ধরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে কথা রাখি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। গতকাল থেকে এক এক করে অঙ্গ বিকল হতে শুরু করে।
advertisement
advertisement
শনিবার রাতে সব শেষ। পাপারাৎজিরা ঘিরে ধরেছেন রাখি এবং তাঁর পরিবারের সকলে। সেই ভিড়ের মাঝেই কাঁদতে কাঁদতে মাকে বিদায় করছেন বলি তারকা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘মা চলে গেল ভাই!’’ তার পরেই পাশের এক মহিলাকে বারবার প্রশ্ন করতে থাকেন, ‘‘আদিল কোথায়?’’ উত্তর আসে না, কারণ কারও কাছেই রাখির স্বামীর খোঁজ নেই।
advertisement
advertisement
কিন্তু মা হারানোর যন্ত্রণার মধ্যেও সব বন্দোবস্ত করছেন রাখি। কে কে তাঁর মায়ের মৃতদেহের সঙ্গে অ্যাম্বুল্যান্সে উঠবেন, কারা আলাদা যাবেন, সে সমস্ত খেয়াল করে দেখছেন অভিনেত্রী।
advertisement
জয়া সাওান্তের মৃত্যুর খবর মিলতেই সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে রাখিকে ফোন করা হয়। তিনি কাঁদতে কাঁদতে তখনই জানান, ক্যানসার কিডনি, ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল। মায়ের মৃত্যুর ঠিক আগের মুহূর্তে রাখি তাঁর মায়ের পাশেই ছিলেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant's mother died: প্রয়াত রাখির মা, ভিড়ের মাঝে চিৎকার, ‘মা চলে গেল’, এদিকে স্বামী আদিলের খোঁজ নেই!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement