krrish 4: পরিচালকের আসনে নেই রাকেশ রোশন! কোন কোন বাধার মুখোমুখি ‘কৃশ ৪’? হৃত্বিকের ছবি নিয়ে এল বড় আপডেট

Last Updated:

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’-এর বাজেট ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা পার করেছে। ফলে যেকোনও প্রযোজনা সংস্থার পক্ষেই শ্যুটিং চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব।

পরিচালকের আসনে নেই রাকেশ রোশন! কোন কোন বাধার মুখোমুখি ‘কৃশ ৪’? হৃত্বিকের ছবি নিয়ে এল বড় আপডেট
পরিচালকের আসনে নেই রাকেশ রোশন! কোন কোন বাধার মুখোমুখি ‘কৃশ ৪’? হৃত্বিকের ছবি নিয়ে এল বড় আপডেট
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ‘কৃশ ৪’ ছবির জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিন্তু বিভিন্ন কারণে ক্রমশ পিছিয়েই যাচ্ছে এই ছবির কাজ। ফলে আরও অপেক্ষাই এখন সম্বল ভক্তদের। এদিকে নতুন করে খবর এসেছে যে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং তাঁর ব্যানার মারফ্লিক্স এই প্রজেক্ট থেকে সরে এসেছেন।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘কৃশ ৪’-এর বাজেট ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা পার করেছে। ফলে যেকোনও প্রযোজনা সংস্থার পক্ষেই শ্যুটিং চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এমনিতেই একাধিক বার পিছিয়ে গিয়েছে ‘কৃশ ৪’-এর কাজ।
advertisement
advertisement
এবার আবার পরিচালক সিদ্ধার্থ বেরিয়ে যাওয়ার ফলে কাজ চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, পরিচালক রাকেশ রোশন এই সুপারহিরো মুভি পরিচালনা করছেন না। বরং তিনি এই কাজ অন্য পরিচালককে দিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ফলে একটি নতুন ব্যানারের আওতায় তৈরি করতে হবে বহু প্রতীক্ষিত ‘কৃশ ৪’ ছবিটিকে। এদিকে এই ছবির বাজেট ৭০০ কোটি টাকা পেরিয়ে যাওয়ায় এটি নিয়ে এগোতে পারছে না বেশিরভাগ প্রযোজনা সংস্থাই। তাদের পক্ষে ছবির কাজ নেওয়া মুশকিল হয়ে গিয়েছে।
advertisement
এদিকে সুপারস্টার হৃতিক রোশন চেয়েছিলেন যে, তাঁর ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ আনন্দই পরিচালনার রাজপাট নিজের কাঁধে তুলে নিন। কিন্তু বাজেটটাই সম্ভবত সিদ্ধার্থের সামনে সবথেকে বড় বাধা হয়ে উঠেছে।
দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে এক সূত্রের বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই সূত্রটির দাবি, বাজেট সংক্রান্ত বিষয়ে যে পরিসংখ্যান ইতিমধ্যেই বাইরে এসেছে, তা একেবারেই ঠিক নয়। বর্তমানে নতুন একটি স্টুডিও-য় এই ‘কৃশ ৪’ ছবিটি প্রযোজনা করবে ফিল্মক্র্যাফ্ট। অন্যদিকে ‘কৃশ’ ছাড়াও যে অন্যান্য প্রজেক্ট রয়েছে, সেদিকেই মনোনিবেশ করবে মারফ্লিক্স।
advertisement
প্রসঙ্গত ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির এর আগের সব কটি ছবিই পরিচালনা করেছেন রাকেশ রোশন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘কোই… মিল গ্যয়া’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এরপর ২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘কৃশ’।
advertisement
এরপর ২০১৩ সালে এসেছিল ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘কৃশ ৩’। আর আগের তিন বারের মতো এবারেও অর্থাৎ ‘কৃশ ৪’-এ অভিনয় করতে চলেছেন হৃতিক রোশন। এছাড়াও চলতি বছর ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে বলিউডের গ্রিক গড-কে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
krrish 4: পরিচালকের আসনে নেই রাকেশ রোশন! কোন কোন বাধার মুখোমুখি ‘কৃশ ৪’? হৃত্বিকের ছবি নিয়ে এল বড় আপডেট
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement