হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তবের সঙ্গে নিজস্বী তুলতে আইসিইউ-তে অজ্ঞাতপরিচয় ব্যক্তি! উদ্বিগ্ন কৌতুকশিল্পীর পরিজনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Raju Srivastava: পরে অবশ্য তাকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রাজু শ্রীবাস্তবের পরিজনরা
নয়াদিল্লি : গত ১৩ দিন ধরে এইমস-এ চিকিৎসা চলছে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের ৷ অভিযোগ, হাসপাতালে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ তাঁর ঘরের সামনে আরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে ৷ সংবাদমাধ্যম ডিএনএ-তে প্রকাশ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে পড়েছিলেন শিল্পীর সঙ্গে নিজস্বী তুলতে! পরে অবশ্য তাকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রাজু শ্রীবাস্তবের পরিজনরা ৷
গত ৯ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব ৷ তার পরই তাঁকে দ্রুত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, ট্রেডমিলে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু ৷
আরও পড়ুন : ‘তোমাকে ভালবাসি, মিস করি খুব...এটা যন্ত্রণা দেয়’, প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিনে লিখলেন তাঁর স্ত্রী জ্যোতি
সোমবার রাজুর স্বাস্থ্যের অবস্থা জানান আর এক শিল্পী শেখর সুমন ৷ বলেন কমেডিয়ান রাজু তখনও সংজ্ঞাহীন ৷ শিল্পীর দেহের অঙ্গ প্রত্যঙ্গও স্বাভাবিকভাবে কাজ করছে ৷ অচৈতন্য হলেও তাঁর পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে জানান শেখর সুমন ৷ তার আগে রাজুর স্ত্রী শিখাও বিবৃতিতে জানান স্বামীর স্বাস্থ্যের বিষয়ে ৷ তিনি লেখেন ‘‘তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ চিকিৎসকরা খুব ভাল করে শুশ্রূষা করছেন ৷ রাজু একজন যোদ্ধা৷ তিনি ঠিক আমাদের সকলের মাঝে ফিরে আসবেন ৷ ’’ সকলের প্রার্থনা তাঁদের প্রয়োজন, সেকথাও জানান তিনি ৷ তবে একইসঙ্গে গুজব না রটানোর জন্য অনুরোধ করেন তিনি ৷ কারণ এতে তাঁদের মানসিক অবস্থা বিঘ্নিত হচ্ছে বলে জানান শিখা ৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাংলা ছবি ছেড়ে কেন ‘লাল সিং চড্ঢা’ ? প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিন চলে এলেও ট্রোলবিদ্ধ রূপঙ্কর
কৌতুকশিল্পের দুনিয়ায় রাজু শ্রীবাস্তব অত্যন্ত জনপ্রিয় ৷ বলিউডের অভিনেতা ও রাজনৈতিক নেতাদের অনুকরণ করে দেখানোয় তিনি ছিলেন সিদ্ধহস্ত ৷ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফ্টার চ্যালেঞ্জ’, ‘কমেডি কা মহা মুকাবলা’, ‘কমেডি সার্কাস’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো জনপ্রিয় শো-এ রাজু শ্রীবাস্তবের উপস্থিতি ছিল উজ্জ্বল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 12:56 PM IST