হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তবের সঙ্গে নিজস্বী তুলতে আইসিইউ-তে অজ্ঞাতপরিচয় ব্যক্তি! উদ্বিগ্ন কৌতুকশিল্পীর পরিজনরা

Last Updated:

Raju Srivastava: পরে অবশ্য তাকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রাজু শ্রীবাস্তবের পরিজনরা

রাজু শ্রীবাস্তব
রাজু শ্রীবাস্তব
নয়াদিল্লি : গত ১৩ দিন ধরে এইমস-এ চিকিৎসা চলছে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের ৷ অভিযোগ, হাসপাতালে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ তাঁর ঘরের সামনে আরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে ৷ সংবাদমাধ্যম ডিএনএ-তে প্রকাশ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে পড়েছিলেন শিল্পীর সঙ্গে নিজস্বী তুলতে! পরে অবশ্য তাকে ধরে ফেলেন হাসপাতালের কর্মীরা ৷ এই ঘটনায় উদ্বিগ্ন রাজু শ্রীবাস্তবের পরিজনরা ৷
গত ৯ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব ৷ তার পরই তাঁকে দ্রুত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ ভর্তি করা হয় ৷ জানা গিয়েছে, ট্রেডমিলে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু ৷
আরও পড়ুন : ‘তোমাকে ভালবাসি, মিস করি খুব...এটা যন্ত্রণা দেয়’, প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিনে লিখলেন তাঁর স্ত্রী জ্যোতি
সোমবার রাজুর স্বাস্থ্যের অবস্থা জানান আর এক শিল্পী শেখর সুমন ৷ বলেন কমেডিয়ান রাজু তখনও সংজ্ঞাহীন ৷ শিল্পীর দেহের অঙ্গ প্রত্যঙ্গও স্বাভাবিকভাবে কাজ করছে ৷ অচৈতন্য হলেও তাঁর পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলে জানান শেখর সুমন ৷ তার আগে রাজুর স্ত্রী শিখাও বিবৃতিতে জানান স্বামীর স্বাস্থ্যের বিষয়ে ৷ তিনি লেখেন ‘‘তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ চিকিৎসকরা খুব ভাল করে শুশ্রূষা করছেন ৷ রাজু একজন যোদ্ধা৷ তিনি ঠিক আমাদের সকলের মাঝে ফিরে আসবেন ৷ ’’ সকলের প্রার্থনা তাঁদের প্রয়োজন, সেকথাও জানান তিনি ৷ তবে একইসঙ্গে গুজব না রটানোর জন্য অনুরোধ করেন তিনি ৷ কারণ এতে তাঁদের মানসিক অবস্থা বিঘ্নিত হচ্ছে বলে জানান শিখা ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বাংলা ছবি ছেড়ে কেন ‘লাল সিং চড্ঢা’ ? প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিন চলে এলেও ট্রোলবিদ্ধ রূপঙ্কর
কৌতুকশিল্পের দুনিয়ায় রাজু শ্রীবাস্তব অত্যন্ত জনপ্রিয় ৷ বলিউডের অভিনেতা ও রাজনৈতিক নেতাদের অনুকরণ করে দেখানোয় তিনি ছিলেন সিদ্ধহস্ত ৷ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফ্টার চ্যালেঞ্জ’, ‘কমেডি কা মহা মুকাবলা’, ‘কমেডি সার্কাস’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো জনপ্রিয় শো-এ রাজু শ্রীবাস্তবের উপস্থিতি ছিল উজ্জ্বল ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তবের সঙ্গে নিজস্বী তুলতে আইসিইউ-তে অজ্ঞাতপরিচয় ব্যক্তি! উদ্বিগ্ন কৌতুকশিল্পীর পরিজনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement