ধুম জ্বর, শারীরিক পরিস্থিতির অবনতি, ফের ভেন্টিলেশনে কমেডিয়ান রাজু
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
জিমে ওয়ার্কআউট করার সময় গত ১০ অগাস্ট অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যথার পরই জ্ঞান হারান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে নিয়ে যান।
#নয়াদিল্লি: গত বৃহস্পতিবার স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন পরিবার এবং ভক্তরা। ১৫ দিন বাদে জ্ঞান ফিরেছিল রাজু শ্রীবাস্তবের। ফের শারীরিক পরিস্থিতির অবনতি! ধুম জ্বরের পর আবার ভেন্টিলেটরে নেওয়া হল কমেডিয়ানকে।
জ্ঞান ফেরার এক সপ্তাহের মধ্যেই রাজুর জ্বর আসে। অন্তত ১০০ ডিগ্রি! যদিও তাঁর জ্ঞান এখনও রয়েছে। হাত-পা নাড়াতেও পারছেন।
advertisement
জিমে ওয়ার্কআউট করার সময় গত ১০ অগাস্ট অসুস্থ হয়ে পড়েন রাজু শ্রীবাস্তব। বুকে ব্যথার পরই জ্ঞান হারান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে নিয়ে যান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের। জানা যায়, হার্ট অ্যাটাকের পাশাপাশি রাজুর ব্রেনও ড্যামেজ হয়েছিল।
advertisement
শ্রীবাস্তবের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ডা.গুপ্ত জানিয়েছিলেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 8:24 PM IST