রাজকুমারকে ব্রাত্য রেখেই 'স্ত্রী'-র সিক্যুয়েল ঘোষণা? কী বলছেন অভিনেতা

Last Updated:

ইতিমধ্যেই 'স্ত্রী'-কে পর্দায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। অথচ ছবির নায়ক নাকি এ বিষয়ে কিছুই জানেন না। অমর কৌশিকের পরিচালনায় মফস্সলের ভিকি হয়ে তাক লাগিয়েছিলেন রাজকুমার।

#কলকাতা: ২০১৮ সাল। বক্স অফিসে সাড়া ফেলেছিল 'স্ত্রী'। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই হরর-কমেডি ছাপ ফেলেছিল দর্শক-মনে। সম্প্রতি জানা যায়, ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি হবে।
ইতিমধ্যেই 'স্ত্রী'-কে পর্দায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। অথচ ছবির নায়ক নাকি এ বিষয়ে কিছুই জানেন না। অমর কৌশিকের পরিচালনায় মফস্সলের ভিকি হয়ে তাক লাগিয়েছিলেন রাজকুমার। দর্শক থেকে সমালোচক, তাঁকে নিয়ে ধন্য ধন্য রব তুলেছিলেন অনেকেই। এ হেন নায়ককে ব্রাত্য রেখেই চলছে সিক্যুয়েলের পরিকল্পনা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, "'স্ত্রী' ভাল ছবি। বাণিজ্যিক ভাবেও সফল। এই ছবির সিক্যুয়েল অবশ্যই তৈরি করা উচিত। কিন্তু এ বিষয়ে আমাকে এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।"
advertisement
advertisement
২০১৯-এ প্রযোজক রাজ এবং ডিকে জানিয়েছিলেন, 'স্ত্রী'-এর দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি নিয়ে পরিকল্পনা চলছে। উপযুক্ত সময়ে ছবিগুলি তৈরি হবে।
advertisement
আপাতত 'মনিকা, ও মাই ডার্লিং'-এর অপেক্ষায় রাজকুমার। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি, রাধিকা আপ্তে, রাধিকা মদনের মতো তারকাদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাজকুমারকে ব্রাত্য রেখেই 'স্ত্রী'-র সিক্যুয়েল ঘোষণা? কী বলছেন অভিনেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement