রাজকুমারকে ব্রাত্য রেখেই 'স্ত্রী'-র সিক্যুয়েল ঘোষণা? কী বলছেন অভিনেতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই 'স্ত্রী'-কে পর্দায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। অথচ ছবির নায়ক নাকি এ বিষয়ে কিছুই জানেন না। অমর কৌশিকের পরিচালনায় মফস্সলের ভিকি হয়ে তাক লাগিয়েছিলেন রাজকুমার।
#কলকাতা: ২০১৮ সাল। বক্স অফিসে সাড়া ফেলেছিল 'স্ত্রী'। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত এই হরর-কমেডি ছাপ ফেলেছিল দর্শক-মনে। সম্প্রতি জানা যায়, ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি হবে।
ইতিমধ্যেই 'স্ত্রী'-কে পর্দায় ফেরানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। অথচ ছবির নায়ক নাকি এ বিষয়ে কিছুই জানেন না। অমর কৌশিকের পরিচালনায় মফস্সলের ভিকি হয়ে তাক লাগিয়েছিলেন রাজকুমার। দর্শক থেকে সমালোচক, তাঁকে নিয়ে ধন্য ধন্য রব তুলেছিলেন অনেকেই। এ হেন নায়ককে ব্রাত্য রেখেই চলছে সিক্যুয়েলের পরিকল্পনা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, "'স্ত্রী' ভাল ছবি। বাণিজ্যিক ভাবেও সফল। এই ছবির সিক্যুয়েল অবশ্যই তৈরি করা উচিত। কিন্তু এ বিষয়ে আমাকে এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।"
advertisement
advertisement
২০১৯-এ প্রযোজক রাজ এবং ডিকে জানিয়েছিলেন, 'স্ত্রী'-এর দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি নিয়ে পরিকল্পনা চলছে। উপযুক্ত সময়ে ছবিগুলি তৈরি হবে।
advertisement
আপাতত 'মনিকা, ও মাই ডার্লিং'-এর অপেক্ষায় রাজকুমার। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে হুমা কুরেশি, রাধিকা আপ্তে, রাধিকা মদনের মতো তারকাদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 6:55 PM IST