আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাকের জন্য সফর স্থগিত কপিল শর্মার; কেন জানালেন রাজীব ঠাকুর

Last Updated:

যদিও অনুভব সিনহার এই সিরিজে শ্যুটিং নিয়ে শিডিউলিং সংক্রান্ত ঝামেলায় জড়াতে হয়েছিল রাজীবকে। তবে কপিল শর্মা বিষয়টি থেকে তাঁকে উদ্ধার করেন।

সিরিজের জন্য মার্কিন সফর স্থগিত রাখলেন কপিল শর্মা
সিরিজের জন্য মার্কিন সফর স্থগিত রাখলেন কপিল শর্মা
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ সিরিজে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে রাজীব ঠাকুরকে। আর নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধও করেছেন। এমনিতে তাঁকে দেখা যায় কমেডি কিং কপিল শর্মার শোয়ে। যদিও অনুভব সিনহার এই সিরিজে শ্যুটিং নিয়ে শিডিউলিং সংক্রান্ত ঝামেলায় জড়াতে হয়েছিল রাজীবকে। তবে কপিল শর্মা বিষয়টি থেকে তাঁকে উদ্ধার করেন।
সাম্প্রতিক, এক সাক্ষাৎকারে রাজীব জানান, ওয়েব সিরিজে যাতে তিনি কাজ করতে পারেন, তার জন্য কপিল শর্মা নিজের আমেরিকা সফর স্থগিত রেখেছিলেন। সেই কারণে কমেডি কিং কপিলকে ধন্যবাদও জানান তিনি।
advertisement
advertisement
ইন্ডিয়া টুডের কাছে রাজীব জানায়, “সমস্ত ধন্যবাদ কপিলেরই প্রাপ্য, কারণ ওঁর জন্যই ওই শো করতে পেরেছি আমি। গত বছর জুনে সিরিজের টিম আমার ডেটের কথা জানতে চেয়েছিল। এদিকে ওই সময়টায় কপিলের সঙ্গে আমেরিকা সফরের বিষয়টা আগে থেকেই ঠিক ছিল। যার ফলে আমি না বলারই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সবটা জানার পর কপিল ওই সিরিজের কাজ হাতে নেওয়ার জন্য আমায় উৎসাহিত করেছিলেন।”
advertisement
রাজীব জানান কপিল তাকে বলেন, “তুই সিরিজ কর। আমরা শো পিছিয়ে দেব। যার ফলে আমাদের শো জুলাই অবধি স্থগিত রাখা ছিল। যেহেতু আমি আগে থেকেই ওঁকে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই আমায় সিরিজটাই প্রত্যাখ্যান করতে হত। কিন্তু উনি জোর করেছিলেন। আর এর জন্য আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আর এটাই তো একজন প্রকৃত বন্ধু করেন। তা-ই নয় কি?”
advertisement
শুধু কপিলেরই নয়, তাঁর শোয়ের সমস্ত কলাকুশলীই একে অপরকে উৎসাহ জোগান। এমনকী তাঁর সিরিজ দেখার পরে অর্চনা পূরণ সিংয়ের কী প্রতিক্রিয়া ছিল, সেটা জানাতে গিয়ে রাজীব বলেন, “অর্চনাজি খুূব আনন্দ পেয়েছেন। বলেছেন, ‘আমি না কি এই কৃতিত্ব অনেক দেরিতে পেলাম’। যখন উনি সিরিজটি দেখেছিলেন, তখন আমাদের বিষয়ে একটা দীর্ঘ পোস্টও লিখেছিলেন।’’
advertisement
তিনি জানান কপিল শর্মা একটা শ্যুটের পর গভীর রাতে ওই সিরিজ দেখেছিলেন। তার সঙ্গে সঙ্গে অনুভব স্যারকে মেসেজ করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাকের জন্য সফর স্থগিত কপিল শর্মার; কেন জানালেন রাজীব ঠাকুর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement