Indian Railways: ট্রেনের এসি কামরার দুই যাত্রীকে প্রশ্ন পুলিশের, ‘কে আপনারা?’ সত্যি জানতে পেরেই ছুটলেন অফিসার

Last Updated:
Indian Railways viral news: বৃহস্পতিবার সেরকমই নজরদারি করার জন্য অম্বালা স্টেশনে ট্রেনের এসি কামরায় তল্লাশি করতে উঠেছিলেন আরপিএফের কর্মীরা। তখনই এসি কামরার দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
1/5
হরিয়ানার অম্বালা স্টেশনে চলছিল আরপিএফের কড়া নজরদারি। সামনেই হরিয়ানার নির্বাচন, সেই জন্য রাজ্য পুলিশের সঙ্গেই সতর্ক রেল পুলিশও। বৃহস্পতিবার সেরকমই নজরদারি করার জন্য অম্বালা স্টেশনে ট্রেনের এসি কামরায় তল্লাশি করতে উঠেছিলেন আরপিএফের কর্মীরা। তখনই এসি কামরার দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
হরিয়ানার অম্বালা স্টেশনে চলছিল আরপিএফের কড়া নজরদারি। সামনেই হরিয়ানার নির্বাচন, সেই জন্য রাজ্য পুলিশের সঙ্গেই সতর্ক রেল পুলিশও। বৃহস্পতিবার সেরকমই নজরদারি করার জন্য অম্বালা স্টেশনে ট্রেনের এসি কামরায় তল্লাশি করতে উঠেছিলেন আরপিএফের কর্মীরা। তখনই এসি কামরার দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের।
advertisement
2/5
তল্লাশি করতেই সেই দু’জনের থেকে উদ্ধার হয় দু’ কিলো সোনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা। সেই দুই যুবককে এরপর টাকা এবং সোনা উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা সদুত্তর দিতে পারেননি।
তল্লাশি করতেই সেই দু’জনের থেকে উদ্ধার হয় দু’ কিলো সোনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা। সেই দুই যুবককে এরপর টাকা এবং সোনা উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে তাঁরা সদুত্তর দিতে পারেননি।
advertisement
3/5
তারপরেই তৎপর হয়ে ছুটে আসেন আরপিএফের আধিকারিক। মামলা দায়ের করা হয় এবং সেই সঙ্গে আয়কর বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়। দুই যুবক জানায়, তাঁরা অমৃতসরের বাসিন্দা, পেশায় দু’জনে সোনা এবং জামাকাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত।
তারপরেই তৎপর হয়ে ছুটে আসেন আরপিএফের আধিকারিক। মামলা দায়ের করা হয় এবং সেই সঙ্গে আয়কর বিভাগের সঙ্গেও যোগাযোগ করা হয়। দুই যুবক জানায়, তাঁরা অমৃতসরের বাসিন্দা, পেশায় দু’জনে সোনা এবং জামাকাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত।
advertisement
4/5
দুই কিলো সোনার বর্তমানে বাজারদর প্রায় দেড় কোটি টাকা। নিয়ম অনুযায়ী বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ২ লক্ষ টাকার বেশি নগদ নিয়ে কেউই যাতায়াত করতে পারেন না। ছবি: প্রতীকী।
দুই কিলো সোনার বর্তমানে বাজারদর প্রায় দেড় কোটি টাকা। নিয়ম অনুযায়ী বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ২ লক্ষ টাকার বেশি নগদ নিয়ে কেউই যাতায়াত করতে পারেন না। ছবি: প্রতীকী।
advertisement
5/5
এই প্রসঙ্গে আরপিএফের আধিকারিক জাভেদ খান জানান, হরিয়ানার নির্বাচনের জন্য উপরমহল থেকে সতর্ক করা হয়েছে যে নির্বাচন চলাকালীন অপরাধমূলক কাজকর্ম বাড়তে পারে। এই সময়ে সীমানাগুলি সিল করা থাকে বলে রেলকে অপরাধীরা অনেক সময়ই ব্যবহার করে, তাই এই নজরদারি চালানো হচ্ছে।
এই প্রসঙ্গে আরপিএফের আধিকারিক জাভেদ খান জানান, হরিয়ানার নির্বাচনের জন্য উপরমহল থেকে সতর্ক করা হয়েছে যে নির্বাচন চলাকালীন অপরাধমূলক কাজকর্ম বাড়তে পারে। এই সময়ে সীমানাগুলি সিল করা থাকে বলে রেলকে অপরাধীরা অনেক সময়ই ব্যবহার করে, তাই এই নজরদারি চালানো হচ্ছে।
advertisement
advertisement
advertisement