Raj Nidimoru’s Ex-Wife: এ কী লিখলেন...! রাজ-সামান্থার বিয়ের পর রহস্য ঘন হল রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলীর ‘বেপরোয়া’ পোস্টে
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Raj Nidimoru’s Ex-Wife: সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর বিয়ে নিয়ে গুজব ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে খবরের সিরোনামে। কিন্তু আলোচনা তুঙ্গে পৌঁছল, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত, স্পষ্ট বার্তা দিলেন।
মুম্বই: সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর বিয়ে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। কিন্তু আলোচনা তুঙ্গে পৌঁছল, যখন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট বার্তা দিলেন। যদিও পোস্টটি সকলকে ভাবতে বাধ্য করে যে লেখাটা কাকে নিয়ে- রাজ-সামান্থা না কি গুজব যাঁরা ছড়াচ্ছেন তাঁদের জন্য!
রবিবার রাতে শ্যামলী একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন যেখানে লেখা ছিল, “ডেসপারেট পিপল ডু ডেসপারেট থিংস”। স্বাভাবিক ভাবেই এই পোস্ট আলোচনার জন্ম দিয়েছে, অনেক সোশ্যাল মিডিয়া ইউজার এটা সামান্থা এবং রাজের বিয়ে নিয়ে কটাক্ষ বলে মনে করছেন।
“উনি কি এটা বোঝাতে চেয়েছেন যে তাঁরা হতাশা থেকে বিয়ে করেছে? ধুর! এটা একটা ভুলভাল পোস্ট এবং একটা অন্ধকার চিন্তাভাবনা। আমার মনে হয় সব মানুষ পাগলামি করে- তাও প্রথমবার নয়,” একজন মন্তব্য করেছেন।
advertisement
advertisement
আর একজন লিখেছেন, “ওঁর জন্য আমার খুব খারাপ লাগছে, যে মানুষটা তোমার সঙ্গে ছিল যখন তুমি কেউ ছিলে না, সেই মানুষটাই তোমাকে প্রকৃত অর্থে ভালবাসে।”
আরও পড়ুন : তাঁর ক্যামেরায় বন্দি ৫০ টিরও বেশি চলচ্চিত্রের মুহূর্ত! জাতীয় পুরস্কারের মঞ্চে উজ্জ্বল নাম পুরুলিয়ার আলোকচিত্রী স্বরূপ দত্ত
কেউ কেউ শ্যামলীকে জনসাধারণের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন, একজন ইউজার বলেছেন, “তাঁর প্রাক্তন স্ত্রীর উচিত এই দম্পতির উপর নির্ভর না করে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার দেওয়া। আশা করি তিনি এই যন্ত্রণার চক্র থেকে বেরিয়ে আসবেন। এগিয়ে যাওয়ার সময় এসেছে, আমি আশা করি তিনি এখন সেই লোকটিকে এবং সে তাঁর সঙ্গে যা করেছে তা ভুলে যাবেন এবং আবার নিজের জীবনে আনন্দ খুঁজে পাবেন।”
advertisement

সামান্থা-রাজ জুটি পেশাদারভাবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে একসঙ্গে কাজ করেছেন। রাজ এর আগে শ্যামলী দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্যামলী একজন সহকারী পরিচালক, তিনি চলচ্চিত্র নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং বিশাল ভরদ্বাজের সঙ্গে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। অন্য দিকে, সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 1:45 PM IST

