বাড়িতে গণপতি বিগ্রহ আনলেন রাজ, ওয়াকারের সাহায্যে ভাঙা পায়ে দাঁড়িয়েই অভ্যর্থনা-পুজো করলেন শিল্পা

Last Updated:

Ganesh Chaturthi 2022 : Shilpa Shetty and Raj Kundra : বিগ্রহ আনতে যেতে না পারলেও শিল্পা যথাবিহিত ভাবে গণপতিকে তাঁদের বাড়িতে অভ্যর্থনা জানালেন ৷ ওয়াকারের সাহায্যে দাঁড়িয়েই তিনি পুজো সমাপন করলেন

মুম্বই : শিল্পা শেট্টীর বাড়িতে গণপতি আরাধনা বলিউড ইন্ডাস্ট্রিতে বরাবরই সাড়ম্বর ৷ প্রতি বছরের মতো এ বারও নিজের বাড়িতে বিঘ্নেশকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এলেন শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা ৷ সোমবারই বাড়িতে গণেশ বিগ্রহ আনতে রাজকে দেখা গিয়েছিল মুম্বইয়ের লালবাগে ৷ যদিও তাঁর সঙ্গে শিল্পা যেতে পারেননি ৷ কারণ রোহিত শেট্টীর আগামী ওয়েব সিরিজের শ্যুটিং করতে গিয়ে তাঁর পা ভেঙে গিয়েছে ৷
বিগ্রহ আনতে যেতে না পারলেও শিল্পা যথাবিহিত ভাবে গণপতিকে তাঁদের বাড়িতে অভ্যর্থনা জানালেন ৷ ওয়াকারের সাহায্যে দাঁড়িয়েই তিনি পুজো সমাপন করলেন ৷ ছবিতে দেখা গিয়েছে সাদা টি শার্ট ও কালো প্যান্টস পরে শিল্পা গণপতিকে বাড়িতে অভ্যর্থনা জানাচ্ছেন ৷ তাঁর স্বামী রাজের পরনে ছিল সাদা কুর্তা ও নীল জিন্স ৷ তবে রাজের মুখ ছিল ফেস শিল্ডের আড়ালে ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  রাত পোহালেই গণেশচতুর্থী, এই পুণ্যতিথি কখন শুরু হচ্ছে, থাকবেই বা কত ক্ষণ, জেনে নিন
গত বছর খুবই বিপর্যস্ত পরিবেশে একাই গণেশচতুর্থীর সব আয়োজন সম্পন্ন করেছিলেন শিল্পা ৷ পর্নছবিকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন রাজ কুন্দ্রা ৷ পাশাপাশি, পরিবারে এসেছিল কোভিডের হানা ৷ এ বার শিল্পা নিজে আহত হলেও পরিস্থিতি গত বারের থেকে অনেক অনুকূল ৷ তবে শিল্পা নিজে পায়ের আঘাতে কিছুটা বিপর্যস্ত ৷ তবে অভিনেত্রীর দৈনন্দিন কাজে বিশেষ ছন্দোপতন হয়নি ৷ তিনি শরীরচর্চার ছবিও শেয়ার করেছেন সমাজমাধ্যমে ৷
advertisement
আরও পড়ুন : ‘ম্যায়ঁনে প্যায়ার কিয়া’-র ভাগ্যশ্রীর মতো চিরসুন্দরী থাকতে হলে তাঁর মতো আপনিও নিয়মিত খান এই সব্জি
কাজের দুনিয়াতেও তিনি বেশ ব্যস্ত ৷ রোহিত শেট্টীর ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পোলিস ফোর্স’-এ তিনি অভিনয় করছেন বিবেক ওবেরয় এবং সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ৷ এই সিরিজ দিয়েই তিনি আত্মপ্রকাশ করবেন ওটিটি প্ল্যাটফর্মে ৷ সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে ৷ সেখানেই তিনি শ্যুটিং করতে গিয়ে পায়ে আঘাত পান ৷ পাশাপাশি তাঁকে দেখা যাবে ‘নিকম্মা’ -তেও ৷ এ ছাড়াও তিনি অভিনয় করছেন ‘সুখী’ ছবিতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাড়িতে গণপতি বিগ্রহ আনলেন রাজ, ওয়াকারের সাহায্যে ভাঙা পায়ে দাঁড়িয়েই অভ্যর্থনা-পুজো করলেন শিল্পা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement